মিশকা জড় সামলে উঠে দাঁড়াল দীপা! ডাক্তারবাবুকে ঘরে ফেরাতে নিয়ে ফেলল বিরাট ঝুঁকি…
রহস্য সমাধানে কোমর বেঁধে লাগল দীপা! দেবীপক্ষের আগেই মিলবে তার সমাধান?

পূর্বাশা, হুগলি: মিশকার চক্রান্তে গ্রেফতার হয়েছে সূর্য। আদালতে হবে তাঁর বিচার। কিন্তু সে যে সত্যিই কোনোও অন্যায় করেনি, তার প্রমাণ করবে কে? রহস্য সমাধানে এগিয়ে এল দীপা। মিশকার ষড়যন্ত্র ধরতে পেরেছে সে। সূর্য আর তার গোটা পরিবারকে সে কথা দিয়েছে যে, সূর্যকে সে নির্দোষ প্রমাণ করবেই তাও দেবীপক্ষের আগে।
উদ্দেশ্য সমাধা করতে এবার রহস্যের খোঁজে বেরোল দীপা। সরাসরি সে হাজির হল মিশকার বাড়ি। জানলা দিয়ে সে পালাতে পারে, এমনটা আন্দাজ করে ফেলে সে। কেবল বন্দুকের গুলির রহস্য ভেদ করতে গিয়ে ধোঁয়াশার মুখে পড়ে। দ্বিতীয় গুলির রহস্যটি ঠিক কী? সে বিষয়ে অন্ধকারে রয়ে যায় দীপা। তবে কী দেবীপক্ষের আগে ডাক্তারবাবুকে সে ঘরে ফেরাতে পারবে?
মিশকার ষড়যন্ত্রে বারংবার একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তাঁরা। মিল হওয়ার দিন থেকেই পরপর চক্রান্ত ফাঁদছে মিশকা। তার প্রভাবে এলোমেলো হয়ে যাচ্ছে সূর্য-দীপার জীবন। তবে হাল ছাড়তে রাজি নয় দীপা! যুদ্ধে জয়ী হয়ে ফিরবেই সে। বদ্ধপরিকর দীপা এবার কিভাবে রহস্য সমাধান করে, তা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।