কালীপুজোর ভিড় প্যান্ডেলে বৌ বদল, অস্বস্তিতে দুই পরিবারের সদস্য

মল্লিক বাড়ির গিন্নিকে নিয়ে, কোনকিছু না দেখেই, সোজা হাঁটা লাগিয়েছিলেন রায় বাড়ির বড়কর্তা মশাই..

অতিরিক্ত ভিড় হলে কিনা সম্ভব, তার সাক্ষী রইলো উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের বাসিন্দারা। কালীপুজোর ভিড়ে ঘটলো এক হাস্যকর ঘটনা। এমন ঘটনা আমরা আগে বহুবার দেখেছি সিনেমা বা সিরিয়ালে, কিন্তু এবার তা ঘটলো বাস্তব জীবনেও। ভিড়ের জেরে হলো বউ বদল। চরম অস্বস্তিতে পড়লেন মল্লিক বাড়ির গিন্নি ও রায় বাড়ির বড়কর্তা মশাই। কিন্তু এই হাস্যকর ঘটনা চোখ তাড়িয়ে উপভোগ করল বারাসাতের সেই কালীপুজোর মন্ডপে আসা দর্শনার্থীরা।

কালীপুজো শুরু হতেই, বারাসাতে লক্ষ্য করা গিয়েছিল দুর্গাপুজোর মত ভিড়। রাস্তাঘাট একেবারে উপচে পড়ছিল। জনজোয়ার ছিল চরম পর্যার। ঘটনাটি ঘটে সোমবার। সেদিন ছিল কালীপুজোর দ্বিতীয় দিন। মন্ডপ পরিদর্শন করতে রাস্তায় ভিড় জমান দর্শনার্থীরা। ভিড় মন্ডপে এসেই ঘটলো সেই ঘটনা। জানা গিয়েছে, মল্লিক বাড়ির গিন্নিকে নিয়ে, কোনকিছু না দেখেই, সোজা হাঁটা লাগিয়েছিলেন রায় বাড়ির বড়কর্তা মশাই। কিন্তু মন্ডপের সামনে এসে তিনি দেখলেন সেটা, যেটার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যাঁকে নিয়ে মন্ডপের সামনে এসেছেন তিনি তাঁর বিবাহ করা স্ত্রী নন। লজ্জায় রায় বাড়ির বড়কর্তা মশাই বললেন, “এত ভিড় যে আমি সত্যিই বুঝতে পারিনি কাকে ছেড়ে কাকে নিয়ে চলে এসেছি। আমার মিসেস পেছনে ছিলেন কিন্তু কখন যে ভিড়ের চোটে, তিনি পিছিয়ে পড়েছেন আমি সত্যিই জানি না। প্লিজ কিছু মনে করবেন না।” এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না মল্লিক বাড়ির গিন্নিও। তিনি বলেন, “অতিরিক্ত ভিড়ের মাঝে আমিও বুঝতে পারিনি। সেই কারণেই আপনার হাত ধরে এতটা চলে এসেছি।” এই ঘটনার পর আসতে শুরু করে পাশ থেকে আসার দর্শনার্থীদের টিক্কা টিপ্পনি।

wife exchange,funny news,barasat,wife,husband,kali pujo

উল্লেখ্য, কালীপুজোর সময় প্রতিবছরই বারাসাতে হয় একাধিক বিগ বাজেটের পুজো। নানা থিমের প্যান্ডেল দেখা যায় এবং ভিড় কোন অংশেই দূর্গাপুজোর চেয়ে কম হয়না। বারাসাতবাসীদের এই পুজো ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে।




Leave a Reply

Back to top button