Nail care treatment : নখে ময়লা জমেছে, পেতে চান সুন্দর নখ! জেনেনিন ঘরোয়া পদ্ধতি

প্রত্যুষা সরকার, কলকাতা: সাজতে ভালবাসে না এমন নারী হয়ত খুব কমই আছে। ত্বক উজ্জ্বল করতে বা চুল সুন্দর দেখাতে, প্রায়শই লাগান একাধিক ঘরোয়া প্যাক কিংবা বাজার চলতি বিভিন্ন প্রোডাক্ট। সকলের চোখে সুন্দর হয়ে উঠতে ত্বক ও চুলের পরিচর্চা চলে সারাক্ষণ। এই সবের মাঝে প্রায় ভুলে যাই নখের কথা। নখও শরীরের সৌন্দর্যের একটা অংশ। তাই সব কিছুর সাথে নখের পরিচর্যা করতে হয় নিয়মিত। তবে ব্যস্ততার কারনে বেশিরভাগ সময় হয়ে ওঠে না নখের যত্ন নেওয়া। অনেক সময় নেলপলিশ না তুলেই তার উপর আবার নেলপলিশ লাগান হয়। তাতে নখের ক্ষতি হয় ভীষণ।আবার পার্লারে গিয়ে নষ্ট করার মতো হাতে সময়ও নেই। তাই জেনে নিন ঘরোয়া উপায়ে চটজলদি নখ পরিচর্যার ( Nail care treatment ) সহজ কয়েকটি পদ্ধতি-
নখের ময়লা পরিষ্কার করবেন কিভাবে?
নখকে সবসময় পরিষ্কার রাখা অতন্ত জরুরি। কারন নখের মধ্যে থাকা জিবানু আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগের সংক্রমণ ঘটায়। তবে যদি ভাবেন সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলেই হয়ে যাবে তা একেবারেই ভুল। হালকা করে জল গরম নিন। তাতে কয়েক ফোঁটা লেবুর রস, শ্যাম্পু ও নুন মিশিয়ে ১০- ১৫ মিনিট হাত ভিজিয়ে রাখুন। তারপর টুথব্রাশ দিয়ে নখে জমে থাকা ময়লা পরিষ্কার করে ফেলুন।
পাতিলেবু ব্যবহার করতে হবে কেন?
সময়ের অভাবে দীর্ঘ দিন নেলপলিশ তোলা হয় না। যার ফলে নখে হলুদ দাগ দেখা যায়। নখে যত্ন ( Nail care treatment )নিতে হাতিয়ার করুন লেবুর রস। এতে থাকে ভিটামিন সি। পাতিলেবু চারটে টুকরো করে কেটে নিন। পাতিলেবুর রস ১০ মিনিট লাগিয়ে রাখুন। নখের জেল্লা ফিরবে খুব তাড়াতাড়ি। এতে নখ শক্ত হবে। সাথে নেলপলিশ তোলার জন্য ব্যবহার করুন রিমুভার। অন্য কিছু দিয়ে খুঁটে খুঁটে নেলপলিশ তুলবেন না। নেলপলিশ তোলার পর অন্তত তিনদিন পর আবার মনের মতো করে সাজিয়ে তুলুন নখকে।
নারকেল তেল চুলে না দিয়ে নখে?
বড় নখ পছন্দের হলেও নখের বৃদ্ধি হয় না। ব্যবহার করুন নারকেল তেল। নারকেল তেলে থাকে ভিটামিন ই। যা দিয়ে নখ ম্যাসাজ করলে নখের বৃদ্ধি হয়। নারকেল তেলে ভিটামিন ই-এর সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট থাকে।
আরও পড়ুন – এবার অসমবয়সী প্রেমে মজেছেন কৌশিক সেন ! আসছে নতুন মেগা স্টার জলাসায়
অলিভ অয়েলেই আসল কাজ
স্বভাবেই হোক বা চিন্তাগ্ৰস্ত অবস্থায় অনেককেই দেখা যায় দাঁত দিয়ে নখ কাটতে। এটি করা একদমই উচিত নয়। এতে দৃষ্টিকটু এবং নখের আকার নষ্ট হয়ে যায়। সুস্থ, সুন্দর ও মজবুত নখ ( Nail Care treatment ) পেতে অলিভ অয়েল অনেক উপকারি। নখের পুষ্টি জোগাতে অলিভ অয়েল দিয়ে মাসাজ করুন। একদিন অন্তর নখে মাসাজ করুন। এতে নখের পুষ্টির জোগান ঘটবে। নখ ভাঙার সমস্যা থাকলেও উপকার পেতে পারেন অলিভ অয়েল এর সাহায্যে। করোনার কারণে প্রতিনিয়ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যাচ্ছে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চেরাইজার লাগিয়ে নেওয়া আবশ্যিক। অলিভ অয়েল লাগিয়ে নিলেও মিলবে ভালো ফল।
আরও পড়ুন – Dilip Ghosh: কাঁচা বাঁশ কেটে রেখেছে বিজেপি, হুমকি বিজেপি নেতার