বাহুবলীর জনপ্রিয় পরিচালক কলকাতায়, নতুন ছবির প্রচারে গঙ্গার ঘাটে রাজমৌলি

রাজকুমার মণ্ডল, কলকাতা : আর আর আর। নতুন ফিল্মের নাম। ইংরেজী বর্ণমালার তিন অক্ষর সমন্বয়ে পরিচালক রাজমৌলির ফিল্ম আর আর আর। নতুন ছবির প্রচারে কলকাতায় এলেন রাজমৌলি। বাঙালির ভাবাবেগের এক নাম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নাম অবলম্বন করে নিজের তৈরী সিনেমা উৎসর্গ করলেন রাজমৌলি।আসন্ন দক্ষিণী সিনেমা ‘আর আর আর’ ( RRR )-এর প্রচারে কলকাতায় এসেছিলেন জনপ্রিয় পরিচালক এস এস রাজমৌলি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজের সিনেমা উৎসর্গ করার কথা জানালেন তিনি। দক্ষিণ ভারতীয় সিনেমা বাহুবলীর কথা কারুরই অজানা নয়। বাহুবলী এবং বাহুবলী ২ মুক্তির পর আলোড়ন সৃষ্টি করেছিল ভক্তদের মনে। আবার এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘আর আর আর’ ( RRR )।

সারা দেশজুড়ে দক্ষিণী সিনেমার প্রচার শুরু করে চলেছেন পরিচালক। প্রচারে জুটি বেঁধেছেন সঙ্গে দুই অভিনেতা। রাজমৌলির ‘আর আর আর’ সিনেমার দুই অভিনেতা হলেন রামচরণ ও জুনিয়র এনটিআর। জয়পুর,দিল্লি,,অমৃতসর,বরোদায় নিজের ফিল্মের প্রচার সেরে কলকাতার হাওড়া ব্রিজের নিকটবর্ত্তী ফেয়ারলি প্লেসের ছোটে লাল ঘাটে সিনেমার প্রচারে এসেছিলেন পরিচালক রাজমৌলি। ধূসর রঙে শার্টে বড় অক্ষরে লেখা তিনটি আর অর্থাৎ ‘আরআরআর’ ( RRR )। বাহুবলির পরিচালক রাজামৌলি বলেন ‘‘ভাষা কেবল মাত্র একটা মাধ্যম। আমি তামিল ভাষা বলতে পারি তাই তামিলে ছবি করি। সিনেমাকে বলিউড, টলিউড বা বাংলা ইন্ডাস্ট্রি হিসেবে কখনও দেখি না। আমার কাছে সিনেমা বলতে ভারতের সিনেমা।’’

আরও পড়ুন নজরে নবাগতরা, আইপিএল অভিষেকেই ধামাকা খেল দেখাবে এই খিলাড়িরা
রাজামৌলি জানান তাঁর এই ছবি ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি শ্রীতারাম রাজু ও কোমারাম ভীম- এর জীবনকে কেন্দ্র করে তৈরি ফিল্ম ‘আরআরআর’ ( RRR )। বাঙালি ভাবাবেগ কে উস্কে দিয়ে নিজের সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই বললেন নেতাজী সুভাষচন্দ্র বসুর কথা। ইতিহাসের কথা উল্লেখ করে বলেন আর এঁদের দুজনকেই একসময় একটা সময় নেতাজি সমর্থন করেছিলেন। মূল চরিত্র দুটিতেই অভিনয়ে রয়েছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। তাই নেতাজিকেই এই ছবি উৎসর্গ করেছেন পরিচালক রাজামৌলি। নেতাজির নামে সিনেমা উৎসর্গ করে মন জয় করলেন সর্বভারতীয় স্তরে। বিশেষ করে গোটা বাঙালি জাতির কাছে আবেগের আর এক নাম দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। আজও সমান প্রাসঙ্গিক নেতাজি। দেশব্যাপী ছয় শহরে ছয় শহরে চার দিনে চার্টার্ড বিমানে যাতায়াত করে লাগাতার সিনেমার প্রচার চালাচ্ছেন পরিচালক এস এস রাজমৌলি ও দুই অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর।