একসঙ্গে রক্তবীজ দেখার পর এবার নৈহাটি বড়মার মন্দিরে কাঞ্চন-শ্রীময়ি
সেই মুহূর্তের ছবিগুলি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। এদিন দুজনকেই নিজেদের ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

নৈহাটি: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে (Social Media Platform) জনপ্রিয় মুখ তাঁরা। বহুবার দুজনকে একসাথে একই জায়গায় দেখা গিয়েছে। আদৌ দুজনের মধ্যে আছে কিনা কোন সম্পর্ক (Relation), এই প্রশ্ন লাগাতার উঠতে থাকে নেটিজেনদের (Netizen) তরফ থেকে। যতদিন যাচ্ছে ততই তৃণমূল বিধায়ক (TMC MLA), তথা টলিউড অভিনেতা (Tollywood Actor), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং সিরিয়াল অভিনেত্রী শ্রীময়ি চট্টরাজ (TV Serial Actress Srimoyee Chattaraj) হয়ে উঠছেন আলোচনার বিষয়। সম্প্রতি দুই তারকা (Celebrity) একসাথে দেখতে গিয়েছিলেন রক্তবীজ সিনেমাটি (Bengali Movie Raktabeej)। শ্রীময়ির ইনস্টাগ্রাম হ্যান্ডেল (Instagram Handle) থেকে সেই ছবি ভাইরাল (Viral pic) হওয়ায় হৈচৈ ফেলে দিয়েছিল নেট দুনিয়ায় (Internet World)। এবার ফের দেখা গেল দুজনকে একসাথে।
জানা গিয়েছে, টলিউড অভিনেতার বাড়ির কালীপুজোর (Home Kali Puja) পর নৈহাটির বড়মায়ের মন্দিরে (Naihati Boro Maa Mandir) দুজনে গেলেন একসাথে। যদিও এদিন ছিলেন শ্রীময়ির পরিবারের লোকজনও। সেই মুহূর্তের ছবিগুলি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন কাঞ্চন ও শ্রীময়ি দুজনেই। এদিন দুজনকেই নিজেদের ভক্তদের (Fans) সঙ্গে সেলফি (Selfie) তুলতে দেখা যায়। ছবিগুলি ভাইরাল হওয়ায় ইনস্টাগ্রাম ব্যবহারকারী (Instagram Users) থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা (Other social media users) মনে করছেন সময়টা ভালই কেটেছে দুজনের।
উল্লেখ্য, এই জুটি (Rumoured Couple) এখন বেশ জনপ্রিয় (Famous) এবং নজর কেড়েছে নেটিজেনদের। যদিও শ্রীময়ি ও কাঞ্চন দুজনেই দাবি করেছেন তাঁরা খুব ভালো বন্ধু (Close Friends)। কিন্তু এই বিষয়টিকে নিয়ে কিছুদিন আগে জলঘোলা করেছিলেন তৃণমূল বিধায়কের স্ত্রী (Kanchan Mullick’s Wife) তথা সিরিয়াল অভিনেত্রী পিংকি ব্যানার্জি (TV Serial Actress Pinky Banerjee)। তিনি দাবি করেছিলেন যে কাঞ্চন ও শ্রীময়ির মধ্যে রয়েছে পরকীয়ার সম্পর্ক (Extramarital Affair)। যদিও ওগুলো এখন সব অতীত (Past)। উঠে আসা সমস্ত অভিযোগে (Complaint) কান না দিয়ে নিজেদের মতো করে জীবন (Life) কাটাচ্ছে দুজনে। এবার সত্যিই দুজনের মধ্যে কিছু আছে কিনা তা জানা যাবে সময়ের (Time) সঙ্গে সঙ্গে।