সুকান্তর গলায় অনুব্রতর সুর! দিলেন পুলিশকে পিটিয়ে মারার নিদান

রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, "দিন পাল্টাচ্ছে। এবার আসল পরিবর্তনের দিন আসছে। পুলিশ যদি সোজা না হয়, কি করে পিটিয়ে সোজা করতে হয় আমাদের সেটা জানা আছে। সময় এখনো আছে। নিজেদেরকে শুধরে নাও। না হলে আগামী দিনে দুঃখ আছে কপালে।"

ডায়মন্ড হারবার: অনুব্রত মণ্ডলের মত হুমকির সুর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। পুলিশকে পিটিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে, অর্থাৎ ডায়মন্ড হারবারে। বৃহস্পতিবার বিজয়া সম্মিলনী উপলক্ষে বিষ্ণুপুরে একটি সভা আয়োজন করে জেলা বিজেপি। সেই সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সহ পুলিশি শাসনের বিরুদ্ধে সরব হন তিনি।

রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, “দিন পাল্টাচ্ছে। এবার আসল পরিবর্তনের দিন আসছে। পুলিশ যদি সোজা না হয়, কি করে পিটিয়ে সোজা করতে হয় আমাদের সেটা জানা আছে। সময় এখনো আছে। নিজেদেরকে শুধরে নাও। না হলে আগামী দিনে দুঃখ আছে কপালে। এবার ওই দিকেই এগোচ্ছে মানুষ।” এছাড়াও সভা থেকে তিনি তিনি জানান, “দুদিন আগে এক মন্ত্রীর বাড়িতে ঢিল অবধি ছোঁড়া হয়েছিল। গ্রামের সকল মানুষেরা বাড়ি ঘেরাও করে ভাঙচুর অবধি চালিয়েছিল।”

WB,TMC,BJP,Politics,sukanto Majumdar,Anubroto Mondal.

উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও বঙ্গ বিজেপির বহু শীর্ষ নেতাদের পুলিশকে হুমকি দিতে দেখা গিয়েছিল। গত মাসে বিজেপি কর্মীদের হেনস্তার অভিযোগ তুলে থানায় ঢুকে পুলিশকে হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “সবকিছু আমি তুলে রেখেছি। সরকার আজ নয় কাল বিজেপিরই হবে। তখন এই পুলিশদেরই আমাদের অধীনে কাজ করতে হবে। সবকিছুই সুদে আসলে ফেরত দেবো। তৃণমূলের আমলে এরা যেই কাজ করেছে, তার ফল এদের ভুগতেই হবে।” এছাড়াও সেপ্টেম্বর মাসে দিলীপ ঘোষের সামনে বিজেপি মুখপাত্র অরূপ দাসকে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায়। তিনি বলেছিলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে খড়গপুর থেকে দিলীপ ঘোষই লড়বেন। সেই সময় যদি তৃণমূল বা পুলিশ ভোট লুট করতে আসে তাহলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে তাদের।”




Leave a Reply

Back to top button