নিজের লোকসভা কেন্দ্র থেকে সিপিএমকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“সাম্প্রদায়িকতার তাস খেলে আমাকে হারাতে চেয়েছিল সিপিএম (CPM)” নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour) থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (National General Secretary), তথা সাংসদ (MP), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দক্ষিণ ২৪ পরগনা: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election), জাতীয় স্তরে সমস্ত রাজনৈতিক দল নিজেদের সমীকরণ গুছিয়ে রাখলেও, বাংলার ক্ষেত্রে সমীকরণটা অত্যন্ত জটিল। এবার নিজের জোটসঙ্গীকেই আক্রমণ করলেন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। “সাম্প্রদায়িকতার তাস খেলে আমাকে হারাতে চেয়েছিল সিপিএম (CPM)” নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour) থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (National General Secretary), তথা সাংসদ (MP), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুক্রবার, ফলতায় (Falta) ফতেপুর হাইস্কুলের মাঠে বস্ত্র বিতরণী অনুষ্ঠানের মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ। সেখান থেকে তিনি বিরোধীদের সরাসরি আক্রমণ করে জানান, “সিপিএম প্রচুর চেষ্টা করেছিল সাম্প্রদায়িকতার তাস খেলে আমাকে এখান থেকে সরানোর। বিজেপিও (BJP) চেষ্টা করেছিল বালুরঘাট থেকে প্রার্থী এনে একই কাজ করার। কিন্তু দেখলেন তো যারা সাম্প্রদায়িকতা তাস খেলে তাদের অবস্থা এখন কেমন হয়েছে। মানুষ তাদের সম্পূর্ণ ভুলেই গেছে। আমি যতদিন বেঁচে আছি বিরোধীরা কোনভাবেই ডায়মন্ড হারবারে অশান্তি ছড়াতে পারবেনা।”

TMC,BJP,CPM,WB,Politics

বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি জানান, “আমার এখানে গতকালই আসার কথা ছিল। কিন্তু আপনারা ভালো করেই জানেন আমাকে নোটিস পাঠিয়েছিল ইডি (Enforcement Directorate) সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দেওয়ার জন্য। সেই কারণে ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে পিছতে হয়েছিল সভা। বিজেপি ভালো করে জানে ওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠবেনা আর সেই কারণেই এজেন্সি দিয়ে আমাদের চাপে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা মাথা নত করবোনা। যেদিনই আমার কর্মসূচি ছিল, সেই দিনই আমাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” এদিন কারোর নাম না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “জনপ্রতিনিধিদের কাজ লোকের পাশে দাঁড়ানো, দাঙ্গা লাগানো নয়। যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে, ততদিন ধর্মের নামে অশান্তি হতে দেবেনা।” এদিন আরও একটি বিশেষ ঘোষণা করেন তিনি। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৭০ হাজার বৃদ্ধা মহিলাদের বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।




Leave a Reply

Back to top button