আরও দুটো মাইক্রোবাস উপহার, ‘গরিবের সেবায় ব্যবহার করব’, বলে দিলেন হিরো আলম

তিনি একাধারে অভিনেতা এবং রাজনীতিবিদ। যদিও রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারেননি। তাই বলে ময়দান ছেড়ে পালাননি। বরং লড়ে যাচ্ছেন। হ্যাঁ, তিনি হিরো আলম। তাঁকে দুটো মাইক্রোবাস উপহার দিতে চান দুই ব্যবসায়ী। হিরো আলম বলেন, ‘বাস পেলেই সেগুলোকে অ্যাম্বুলেন্স বানিয়ে ফেলব। গরিব মানুষের উপকার হবে’। এর আগে শিক্ষক মোখলেসুর রহমান হিরো আলমকে ভালোবেসে নোয়াহ ১৯৯৮ মডেলের একটি মাইক্রোবাস উপহার দিয়েছিলেন। সেটাকেও অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন অভিনেতা।




Leave a Reply

Back to top button