দর্শক আবাহনে আইএসএলের নতুন চ্যাম্পিয়ন নিজামের শহর

রাজকুমার মণ্ডল, কলকাতা : ফতোরদায় আইএসএল ট্রফির নয়া ঠিকানা নিজামের শহর। দর্শক আবাহনে নয়া চ্যাম্পিয়ন হায়াদ্রাবাদকে বরণ করে নিল আইএসএল। আইএসএল ফাইনালে দাক্ষিণাত্যের ডার্বিই এক হাইভোল্টেজ ম্যাচ৷ নির্বাচন পরবর্তী সৈকত রাজ্যে ফের উত্তাপের গনগনে আঁচে দাক্ষিণাত্যের ডার্বির ( ISL final ) রঙ হলদে৷ টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়, কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হায়াদ্রাবাদ এফসি। আইএসএলের মেগা ফাইনাল ( ISL Final ) চ্যাম্পিয়ন হল হায়দরাবাদ এফসি। কেরালা ব্লাস্টার্সকে টাই ব্রেকারে হারাল নিজামের শহরের দল। রুদ্ধশ্বাস আইএসএ ফাইনালে শেষ হাসি হাসল হায়দরাবাদ এফসি। তৃতীয়বার ফাইনালে উঠেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হল না কেরালা ব্লাস্টার্সের। গমগমে স্টেডিয়াম জুড়ে আবার সেই হারানো প্রাপ্তির উল্লাস।
আর হবে নাই বা কেন৷ দীর্ঘ দু’বছরের প্রতীক্ষার পর ফাইনালের মধ্যে দিয়ে আইএসএলে দর্শক ফিরেছে স্টেডিয়ামে৷ রবিবাসরীয় ফাইনালে দর্শক ফেরার ঘটনা যেন ‘চেরি অন কেক’। প্রথমবার ফাইনাল উঠেই বাজী মাত নিজামের শহরের দলের। প্রথমবার ক্যাবিনেটে ট্রফি তুলল হায়াদ্রাবাদ। নিজামের শহরের ফুটবল ইতিহাস নতুন করে রচনার দায়িত্ব নিয়ে সফল হলদে ব্রিগেড। বার্থোলোমিউ ওগবেচে বনাম আলভারো ভাসকুয়েজের দ্বৈরথে ফতোরদায় বিজয় মুকুট পরল নিজামের শহর। টাইব্রেকারকে তিনটি দুরন্ত সেভ করে নায়ক হায়দরাবাদের গোলরক্ষক কাট্টিমানি। ম্যাচের ( ISL final ) প্রমার্থের খেলা শেষ হয় গোলশূন্য ভাবে।
আরও পড়ুন দক্ষিণ ভারতীয় ভাষায় ‘দ্য কাশ্মীর ফাইল’, জনপ্রিয়তা তুঙ্গে
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে রাহুল কেপি রাহুল গোল করে এগিয়ে দেয় কেরালা ব্লাস্টার্সকে। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিটে আগে হায়দরাবাদের ( ISL final ) সাহিল তাভোরার অবিশ্বাস্য গোলে ম্যাচে সমতা ফেরে। ৯০ মিনিটে খেলার ফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ফল আবারও ড্র। অবশেষে টাইব্রেকারে কাট্টামানির ৩টি অবিশ্বাস্য সেভ। ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় হায়াদ্রাবাদ। প্রথমবার দেশের পয়লা নম্বর লিগে মাথায় বিজয়ীর মুকুট হায়াদ্রাবাদ এফসি-র। চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ করে সফল। নিজামের শহরের দলের আক্রমণে ওগবেচে ১৮ গোল করে সোনার বুটের দৌড়ে সফল৷ লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। প্রথমবারের লিগে ক্যাবিনেটে ট্রফি তুললও বটে হায়াদ্রাবাদ।