মিতালি এক্সপ্রেস জুড়লো ভারত- বাংলাকে , ৫৭ বছর পর সম্পর্কের শিকড় হল আরও মজবুত

বন্ধন এক্সপ্রেসের পর আরও একটি ট্রেন এলো যার নাম মিতালী এক্সপ্রেস। বুধবার অর্থাৎ ১ জুন থেকে নিউজলপাইগুড়ি আর ঢাকার মধ্যে ছুটছে এই ট্রেন।প্রতিবেশী দেশের সঙ্গে আরও সুদৃঢ় সম্পর্ক তৈরী করতে চালু হয়েছে এই ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে ভারত , বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থায় আন্তঃদেশীয় ট্রেন হল এই মিতালী এক্সপ্রেস । ১ জুন আনুষ্ঠানিক সূচনার আগে তার ট্রায়াল রান হয়েছিল সোমবার । এইদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি অবধি সমস্ত পরীক্ষামূলক পদ্ধতি অবলম্বন করে মিতালী এক্সপ্রেস চালানো হয়।
অতিমারী পরিস্থিতিতে দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর অবশেষে এই ট্রেন চালু হচ্ছে। ১জুন নয়াদিল্লি থেকে স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ‘ফ্ল্যাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী। মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর টুইট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি তার টুইটে এ পদক্ষেপকে দুদেশের মধ্যে ঐতিহ্যের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎকে ভাগ করে নেওয়ার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।
ট্রেনটি ছুটবে হলদিবাড়ি (ভারত)-চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে। মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছেড়ে হলদিবাড়ি, চিলাহাটি, পার্বতীপুর হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।রবি ও বুধবার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসবে। আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যাবে।
বিশেষ ভাবে উল্লেখ্য ট্রেনের ভাড়ার পরিমাণ।রেল সূত্রে জানা গেছে, এসি কেবিন বার্থের ভাড়া প্রায় ৫ হাজার টাকা। এসি কেবিন চেয়ার কারের ভাড়া প্রায় ৪ হাজার টাকা। এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৩ হাজার টাকা। কাটিহার ডিভিশনের তরফে জানানো হয়েছে, ডলারে ভাড়া ধার্য করা হয়েছে।
প্রথম দিন ১৮ জন যাত্রীকে নিয়ে জলপাইগুড়ি থেকে ঢাকার জন্য মিতালী এক্সপ্রেস ছাড়ল৷ ট্রেনটির যাত্রার সূচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা৷ বহু বছর পর পুনরায় উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেস চালু হওয়ায় এই ১ জুন, ২০২২ দিনটি ঐতিহাসিক দিন বলে জানালেন উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা। তাঁর কথায়, “মিতালী এক্সপ্রেস চালু হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই বাংলার মানুষের যাতায়াতেও অনেক সুবিধা হবে।”
আরও পড়ুন: KK বিতর্কে কাজ কেড়ে নিল মিও আমোরে-ও! আপাতত সম্পূর্ণ কর্মহীন গায়ক, মন্তব্য নেটপাড়ার