যুদ্ধকালে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার মহাশ্বেতার,দাদাগিরিতে প্রকাশ করেন নিজ অভিজ্ঞতা

রিমা শিয়ালী,কলকাতা: জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় শো হল দাদাগিরি ( dadagiri ) । সৌরভ গাঙ্গুলী ( Sourav Ganguly ) চালিত এই শো তে এর আগেও বাংলার বহু পরিচিত মুখদের আসতে এবং দাদার সাথে খেলতে দেখা গেছে। চলচিত্র জগৎ থেকে রাজনীতি ও খেলার জগতের বিশিষ্ট সব ব্যক্তিত্বদের কারোরই আসতে বাকি নেই এই মঞ্চে।আর আগামীকাল অর্থাৎ রবিবার দাদাগিরির ( dadagiri ) মঞ্চে পা রাখতে চলেছেন বাঙালি পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty ) । আর সেখানেই তিনি প্রকাশ করেছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের করুণ দশার কথা।

প্রাচীনকাল থেকেই নারীদের লিঙ্গ বৈষম্যের দরুন পিছনে ফেলে রাখা হত।পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মেয়েদের মাথায় এটাই চাপিয়ে দেওয়া হতো যে তারা সর্বক্ষেত্রেই পুরুষদের থেকে কম। তবে অতীত কাল থেকেই কাদম্বিনী গাঙ্গুলী, চন্দ্রমুখি বসু, সাবিত্রীবাই ফুলের মতো অসংখ্য মহিলা লিঙ্গ বৈষম্যের বাঁধন ভেঙে দিয়েছে এবং বারবার প্রমাণ করেছে যে নারীরা কোন অংশেই পুরুষদের তুলনায় কম না। আর এই তালিকায় নিজের নাম করেছেন আরো এক বাঙালি কন্যা।পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty ) ।

img 20220402 210936

মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty ) কলকাতার বাসিন্দা। বয়স ২৪ হলেও নিজের কর্মের দরুন সমস্ত ভারতীয়দের কাছে খুবই পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। প্রথমে ৪ বছর তিনি প্রাইভেট এয়ারলাইনে কাজ করলেও পরে তাকে অপারেশন গঙ্গায় ( Operation Ganga ) পাঠানো হয়। আর অপারেশন গঙ্গায় ( Operation Ganga ) তাকে পাঠানো হচ্ছে শুনে তিনি মনস্থির করে নিয়েছিলেন যে তিনি উদ্ধারকার্যে যাবেন। কারণ তার কথায় একজন ভারতীয় হয়ে আরেকজন ভারতীয়কে সাহায্য করা তার কর্তব্য এবং সেই কর্তব্য থেকে কখনোই পিছপা হতে চান না তিনি। সেই মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty ) আগামীকাল আসতে চলেছে দাদাগীরির ( dadagiri ) মঞ্চে।

আরও পড়ুন: ‘মুখ টাই উচ্ছের মতো’! সিরিয়াল পেরিয়ে বাস্তব জীবনেও মিষ্টি সম্পর্কে মিঠাই -আদৃত

ইতিমধ্যেই আজ জি বাংলার ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্ট করা দাদাগিরির ( dadagiri ) আগামীকালের একটি প্রমোতে দেখতে পাওয়া গেছে যে দাদাগিরিতে আসতে চলেছেন বাঙালি পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty ) । আর এটাও দেখতে পাওয়া গেছে যে দাদাগিরিতে ( dadagiri ) এসেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। ২৯ সেকেন্ডের প্রোমোটি থেকে খুব বেশি না দেখা গেলেও তার কথায় ইউক্রেনের বাসিন্দাদের করুণ পরিস্থিতির কথা স্পষ্ট ফুটে উঠেছে। তার কথায় ইউক্রেনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছে।ইউক্রেনে সর্বক্ষণই চলছে মিসাইল ছোড়াছুড়ি। এছাড়াও দেখা দিয়েছে খাদ্যাভাব। যুদ্ধের ফলে বাজার সুপার মার্কেট প্রায় সবকিছুই ধ্বংস হয়ে যাওয়ায় কোথাও খাবার পাওয়া যাচ্ছে না।

img 20220402 210726

এছাড়াও ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার ( Operation Ganga ) করার অভিজ্ঞতা সম্পর্কেও মুখ খোলেন তিনি। ছোট প্রোমোতে তিনি বলেন যে, উদ্ধারকার্য করার সময় ( Operation Ganga ) সেখানে যে শুধু ভারতীয়রা উপস্থিত ছিল তা নয়। ভারতের প্রতিবেশী দেশগুলির থেকেও অনেকেই সেখানে উপস্থিত ছিল। এবং তারা ইউক্রেন থেকে বেরোনোর জন্য ভারতের জাতীয় পতাকা ব্যবহার করছিল। আর তাদের সকলকেই উদ্ধার করতে পেরে মহাশ্বেতা ( Mahasweta Chakraborty ) অত্যন্ত গর্ব বোধ করছিলেন। তবে ঠিক কিভাবে চলেছিলে উদ্ধার কার্য বা ঠিক কতজনকে তিনি উদ্ধার করতে পেরেছিলেন এসব প্রশ্নের উত্তর মহাশ্বেতার মুখ থেকে শুনতে চোখ রাখতে হবে রবিবার রাত ৯:৩০ টায় দাদাগিরির পর্দায়।

আরও পড়ুন: রুপোলী পর্দার ‘রুদ্রদা’ নয় মন মজেছে অন্যখানে, প্রেম নিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেত্রী অর্কজার




Leave a Reply

Back to top button