বিষ্ময় বালকের কীর্ত্তি, বেহালার মুচিপাড়া থেকে পাড়ি মুম্বইয়ে মাস্টার ব্লাস্টারের ডেরায়

রাজকুমার মণ্ডল, কলকাতা  : বেহালার মুচি পাড়া থেকে মুম্বাই। মাত্র পাঁচ বছর (‌ Sekh Shahid )‌  বয়সেই মুম্বাই পাড়ি দিল শেখ শাহিদ। তাও আবার শচিন তেন্ডুলকরের হাত ধরেই। ক্রিকেট ভাবনাই শাহিদের মনে একমাত্র জায়গা করে নিয়েছে। ক্রিকেটে মজে থাকা খুদের ব্যাটিং অনুশীলনেই কেটে যায় বেশীরভাগ সময়। মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের ফ্যান।  বড় ক্রিকেটার হওয়ার লক্ষ্যে অবিচল শাহিদ  (‌ Sekh Shahid )‌  । ক্রিকেট ঈশ্বরের সাক্ষাতে স্বপ্ন পূরণ খুদের। শাহিদকে নিজের খরচে বাংলা থেকে মুম্বই উড়িয়ে নিয়ে গেলেন শচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহিদের ব্যাটিং ভিডিও। মাত্র আড়াই বছর বয়সে ব্যাট হাতে ছাদে ব্যাটিং করার ভিডিও ছাড়া হয় সোশ্যাল মিডিয়ায়।Sekh Sahid

এতো অল্ব বয়সে খুদের সাবলীল ব্যাটিংএ মুগ্ধ শচীন তেন্ডুলকর,বিরাট কোহলি, কেভিন পিটারসেনের মতো ক্রিকেট লেজেন্ডরা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়া সচক্ষে দেখেছেন শাহিদের ব্যাটিং। পছন্দের তারকা শচীন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে ছোট্ট শাহিদ (‌ Sekh Shahid )‌  । এই ইচ্ছার কথা কানে যায় মাস্টার ব্লাস্টারের।শাহিদকে নিজের খরচে মুম্বই উড়িয়ে নিয়ে গেলেন মাস্টার ব্লাস্টার। শাহিদের মা-বাবাও গিয়েছিলেন সঙ্গে৷ মুম্বইতে পৌঁছে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমির নেটে শাহিদকে  (‌ Sekh Shahid )‌  অনুশীলনও করান শচীন। শাহিদের ব্যাটিং দীর্ধক্ষণ দেখেন ক্রিকেট ঈশ্বর। আবার মাঝেমধ্যে শাহিদের কাছে এগিয়ে যান। নিজে হাতে ধরে দেখিয়ে দেন ব্যাটিং স্ট্যান্স। ব্যাটিংএর সময়ে পায়ের পজিশন ও বল স্ট্রোক করার পদ্ধতি।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ভারত-‌পাকিস্তান ক্রিকেট, পাকিস্তানের মাটিতে ভারতের খেলার জল্পনা তুঙ্গে

গ্লোবাল অ্যাকাডেমির নেটে এই বিস্ময় প্রতিভার অনুশীলন দেখে ফের মুগ্ধ ও আপ্লুত শচিন তেন্ডুলকর। উচ্ছ্বসিত শাহিদ,অনেকদিনের চাওয়া পাওয়া একাকার হয়ে যাওয়ায়। ক্রিকেট ঈশ্বরের সঙ্গে সরাসরি সাক্ষাঔ এবং তার থেকে ব্যাটিং-এর টিপস পেয়ে অভিভূত শাহিদ (‌ Sekh Shahid )‌  । ছেলের স্বপ্ন সত্যি হয়ে যাবে একথা কল্পনাও করতে পারেননি শাহিদের বাবা শেখ সামসেরও। শাহিদের ক্রিকেটার জীবনে নতুন দিগন্ত সৃষ্টি মাত্র পাঁচ বছর বয়সেই। একের পর এক মাইলস্টোন পেরোতে হবে। এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে। ক্রিকেট ঈশ্বরের স্পর্শে অনুপ্রাণিত শাহিদ দীক্ষামন্ত্র শিরোধার্য করে নতুন পথের অনুগামী এক বিষ্ময় বালক।




Leave a Reply

Back to top button