নিজের নামে কাটা ট্রেনের টিকিট ট্রান্সফার করা যাবে অন্যের নামে, ভারতীয় রেলে চালু হল নতুন নিয়ম
নিয়ম বদলের আগে অন্যের টিকিটে যাত্রা করলে দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হত

বহুদিন ধরেই দিল্লি যাওয়ার প্ল্যান। সপরিবারে লালকেল্লা, কুতুব মিনার ঘুরে দেখা। সেই মতো ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে গেল। অফিসের জরুরী কাজে ঘুরতে যাওয়া শিকেয়। এখন উপায়? ট্রেনের টিকিটের অতগুলো টাকা কি জলে যাবে? কোনও না কোনও সময় এমন অভিজ্ঞতা প্রায় সকলেরই হয়েছে। তবে চিন্তা নেই। এখন থেকে ট্রেনের টিকিট অন্যের নামে ট্রান্সফার করা যাবে। নতুন নিয়ম চালু করেছে ভারতীয় রেল।
ট্রেনে ভ্রমণ সবচেয়ে সস্তা এবং নিরাপদ। কিন্তু শেষ মুহূর্তে বুকিং পাওয়া মুশকিল। তাই অন্তত ২-৩ মাস আগে টিকিট কেটে রাখতে হয়। এখন হঠাত জরুরী কাজ পড়লেই চিত্তির। তখন ট্যুর ক্যানসেল করা ছাড়া উপায় থাকে না। কিন্তু সমস্যা হয় ট্রেনের টিকিট নিয়ে। তবে ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী এখন সহজেই অন্যের নামে টিকিট ট্রান্সফার করা যাবে। দেখে নেওয়া যাক সেই নিয়ম।
ট্রেনের টিকিট বাতিল করলে অনেক যাত্রীকেই আর্থিক লোকসানের মুখে পড়তে হত। তাই নিয়ম বদল করেছে রেল। এখন কনফার্ম টিকিট অন্য কারও নামে ট্রান্সফার করা যাবে। তবে সবার আগে জানাতে হবে ভারতীয় রেলকে। এর জন্য কিছু কাগজপত্র লাগবে। ট্রেন ছাড়ার আগে স্টেশন মাস্টারের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে নতুন যাত্রীর আধার বা প্যান কার্ড। সব ঠিক থাকলে আবেদনপত্র খতিয়ে দেখে অনুমতি দেবেন স্টেশন মাস্টার। রেল টিকিট থেকে আগের যাত্রীর নাম মুছে যার নামে ট্রান্সফার হচ্ছে তাঁর নামে টিকিট করেদেওয়া হবে।
সরকারি চাকুরিজীবীরা যদি এমন টিকিট নেন তাহলে ২৪ ঘণ্টা আগে জানালেই হবে। অন্যদের ক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। সম্প্রতি টিকিট ট্রান্সফারের জন্য অনলাইন পরিষেবা চালু করেছে রেল। অর্থাৎ স্টেশন মাস্টারের কাছে না গিয়ে গোটা প্রক্রিয়াটা অনালাইনেই করা যাবে। এই নিয়ম বদলের আগে একজনের কনফার্ম টিকিটে অন্যজন যাত্রা করলে সেটা দণ্ডনীয় অপরাধ বলে ধরা হত।
তবে অন্তত ২-৩ দিন আগে আবেদন জমা দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রক্রিয়ায় সিলমোহর লাগতে কোনও কারণে দেরি হতে পারে। তাছাড়া এটাও মাথায় রাখতে হবে, একটা কনফার্ম টিকিট একবারই ট্রান্সফার করা যায়। দ্বিতীয়বার ট্রান্সফারের চেষ্টা করলে টিকিটটি বাতিল হয়ে যাবে।