Coronavirus in Delhi : এক মাসের শিশুর কাছে হার মানল মারণ করোনা, তাজ্জব চিকিৎসক মহল

করোনাকে হারাল ১ মাসের সদ্যজাত

প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে বহু মানুষ( Coronavirus in Delhi )। ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এই করোনার( Corona news in India ) থাবা থেকে বাঁচতে পারছে না। বয়স্ক, জোয়ান, মধ্য বয়স্ক, টিনেজার এমনকি এক মাসের শিশুর অবধি রেহাই নেই( Delhi Corona news )।

ভর্তি হয় দিল্লির বেসরকারি হাসপাতালে

Coronavirus in Delhi

এক মাস বয়সী শিশুটিকে গত সপ্তাহে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তারপর তাকে এনএসইউআই তে ভর্তি করানো হয়। তখনও শিশুটির গায়ে হালকা জ্বর ছিল।

শুরুতে কেমন ছিল শিশুটি

Coronavirus in Delhi

এই অবস্থা দেখে দিল্লির মুলচাঁদ হাসপাতালের নিওনাটোলজি অ্যান্ড পেডিয়াট্রিক্স বিভাগের পরামর্শক ডাঃ প্রীতি চাড্ডা বলেছেন, শিশুটি গত সপ্তাহে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিল। যখন ভর্তি করানো হচ্ছিল শিশুটি কাঁদছিল প্রচন্ড।

কী বলছিলেন ডাক্তারেরা

Coronavirus in Delhi

যদিও তাঁরা শিশুটির গায়ের তাপমাত্রা পরীক্ষা করে দেখে যা স্বাভাবিকই ছিল। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবারও সোমবার তাপমাত্রা পরীক্ষা করানো হবে বলে ঠিক করা হয়।

শুরু হয় অ্যান্টিবায়োটিক দেওয়া

Coronavirus in Delhi

সাথে শিশুটি কিছুই খেতে পারছিল না তাই তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়। এবং তারপর পরীক্ষা করলে দেখা যায় শিশুটি করোনা সংক্রমিত। তারপর তাঁকে সেই অবস্থায় NSUI-তে ভর্তি করানো হয়। এবং দীর্ঘ ৪৮ ঘন্টা পরে শিশুটির অবস্থার উন্নতি হতে শুরু করে। এবং এ যাত্রায় তার প্রাণ বেচেঁ যায়।

একনজরে দেশের করোনা পরিসংখ্যান

Coronavirus in Delhi

ডাক্তার সহ নার্স সকলেই আনন্দে কেঁদে ফেলেন শিশুটির করোনা কে হারিয়ে নতুন করে জীবনে ফেরার এই যুদ্ধ দেখে।অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৬৭হাজার ৩৪৫জন।

সুস্থ রোগীর সংখ্যা

Coronavirus in Delhi

এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৮৪৯,৪৭৪জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৯৩৮,১১৩ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,০৯,৩৪৫ জন।

মৃতের সংখ্যা

Coronavirus in Delhi

আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২লক্ষ ৬৪হাজার ২০২জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৩০জনের।

সুস্থতার হার

Coronavirus in Delhi

দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৫ হাজার ৭৮০ জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৯ শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ১লক্ষ ৯ হাজার ৩৪৫জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৩শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ১লক্ষ ২৭২হাজার ৭৩জন।

আরও পড়ুন-Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ উর্দ্ধমুখীর সাথেই তিনগুণ বাড়ল মৃত্যু




Leave a Reply

Back to top button