বিয়ের অনুষ্ঠানে মাঝেই বিপত্তি, কুয়োয় পড়ে মৃত্যু ১ বছরের শিশু সহ ১৩ জনের

বিবাহ অনুষ্ঠান সাধারণভাবেই ঘরে আনে মুঠো ভরা আনন্দ। বাড়িতে কারোর বিয়ে ( Uttar Pradesh )  লাগলেই নবীন থেকে প্রবীণ সকলেই যেন মেতে ওঠে খোশ মেজাজে। এমনই খুশির আমেজেই ছিলেন তারা। কিন্তু তার মধ্যেই ঘটল বিপত্তি।

ঘটনা উত্তরপ্রদেশের কুশিনগর ( Uttar Pradesh ) গ্রামের। যথারীতি গ্রামের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হওয়ায় একটা খুশির আমেজ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যেই ঘটল বিপদ। অনুষ্ঠানে দিন একটি কুয়োর মধ্যে পড়ে মৃত্যু হয় ১৩ জন নারী ও শিশুর। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, অনুষ্ঠানে দিন একটি পাথর চাপা দেওয়া গভীর কুয়োর উপর অনেকেই বসেছিল। পাথরের উপর চাপ বেশি পড়ায় কিছুক্ষণ পরই সেটি ভেঙে পড়ে। যার ফলেই এই বিপদ।

বিপদ ঘটার মুহূর্তের মধ্যেই স্থানীয় মানুষজন সেই মহিলা ও শিশুদের কুয়ো থেকে উদ্ধার করে। তৎক্ষণাৎ পাঠানো হয় ( Uttar Pradesh ) হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ! মৃত্যু হয় সেই সকল মহিলা ও শিশুদের। এই ঘটনায় রীতিমতো থমথমে পরিবেশ তৈরি হয়েছে গ্রাম জুড়ে। অনুষ্ঠানের মাঝে পরিবারের সদস্যদের ছুটে যেতে হয় হাসপাতালে। প্রিয়জনদের মৃত্যুর খবর শুনে রীতিমতো বিষণ্ণতার ছায়ায় ডুবে গ্রামবাসীরা।

উল্লেখ্য, এই ঘটনার প্রসঙ্গে জেলা শাসক ( Uttar Pradesh ) এস রাজালিংগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হাসপাতাল সূত্রে জানতে পেরেছি গোটা ঘটনার জেরে মোট ১১ জনের মৃত্যু হয়েছে ও বাকি ২ জন ভীষণ ভাবে আহত। পাথরটির উপর ওজনের ভীষণ চাপ পড়ায় এই প্রকার ঘটনার শিকার হতে হয় তাদের।” পাশাপাশি, এই ঘটনায় গোরক্ষপুরের পুলিশ কর্তা অখিল কুমার জানিয়েছেন, “রাত ৮.৩০ নাগাদ কুশিগ্রামের নেবুয়া নৌরংগিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন একটি পাথর চাপা দেওয়া কুয়োর উপর বসেছিল। তাদের ওজনের চাপ বেশিক্ষণ সহ্য না করতে পেরে অবশেষে সেই পাথরটি ভেঙে যায়। আর তার ফলেই এই বিপত্তি।”

আরও পড়ুন….পাখির চোখ পুর নির্বাচন, প্রচার করতে ব্যবহার রেড ভলেন্টিয়ারের পোশাক

আরও পড়ুন….রাজ্য কমিশনের তরফে জানানো হল পুরভোট গণনার দিনক্ষণ, সাথে জেনে নিন ১০৮টি পুরভোট জেলা

উল্লেখ্য, এই ঘটনায় শোক প্রকাশ করে নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও, জেলা শাসক তরফে মৃত ব্যাক্তিদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ ( Uttar Pradesh ) জুড়ে এখন নির্বাচনী আবহাওয়া। এমতাবস্থায় এই প্রকার দুর্ঘটনা কী শাসকের গাফিলতির দিকেই আঙুল তুলছে? রাজনৈতিক মহলে উঠছে এমন বহু প্রশ্ন। রাজ্যের নানা গ্রামের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরা।




Leave a Reply

Back to top button