প্রেমিকার মুখে ‘ভাই’ ডাক শুনে চরম পদক্ষেপ নিল প্রেমিক! আদালত ভাসল রক্ত স্রোতে…
আদালত চত্বরে ধুন্ধুমার কান্ড! প্রেমিকা ডেকেছেন 'ভাই' বলে

পূর্বাশা, হুগলি: এক মাস ধরে ঘর করার পরেও প্রেমিকা ডাকছেন ‘ভাই’ বলে। আর এই রোষে আদালতকক্ষে চরম পদক্ষেপ নিল কেরলের ৩১ বছরের যুবক বিষ্ণু। তীব্র ক্ষোভে ফেটে পড়ে বিচারকের সামনেই হাতের কব্জি কাটতে উদ্যত হয় সে। ঘটনার ভয়াবহতায় হাসপাতাল অবধি নিয়ে যেতে হয় তরুণকে। হতভম্ব হয়ে যান বিচারক থেকে আদালতকক্ষে থাকা ব্যক্তিবর্গ।
ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, কেরল রাজ্যের এক ৩১ বছর বয়সী তরুণ ও এক ২৩ বছর বয়সী তরুণী গত একমাস ধরে লিভ ইন করছিলেন। আদালতে তরুণী জানান যে, বিষ্ণু নামের ওই যুবক তাঁকে বলেছিলেন, তাঁর বিবাহিত জীবন সুখের নয়। এরপর জোর করে যুবতীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে। তরুণী জানান, বিষ্ণু তাঁকে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। আর সেই কারণেই তাঁর সাথে থাকতে বাধ্য হন তরুণী। গোটা সম্পর্কের সময়টিকে তিনি ‘সহানুভূতিবশত’ বলে উল্লেখ করেন। এছাড়া সম্পর্কটিকে অবৈধ বলেও উল্লেখ করেছেন তিনি।
বর্তমানে তরুণীর বক্তব্য, এক মাস ধরে লিভ ইন করলেও এখন তিনি ফিরে যেতে চান তাঁর বাবা মায়ের কাছে। সম্প্রতি তরুণীর বাবা একটি মামলা ঠোকেন আদালতে। সেই মামলার শুনানি তেই তাঁরা হাজির হয়েছিলেন সোমবার। এই মামলা চলাকালীন তরুণী বিষ্ণু নামক ওই যুবককে ‘ভাই’ বলে ডেকে বসেন। তিনি বলেন, তাঁকে ভাইয়ের মতো ভালোবাসেন। আর এই কথা শুনেই ধুন্ধুমার কান্ড শুরু হয় আদালতে।