হাতে গোনা কয়েকদিন! রঙের উৎসবে মেতে উঠতে চলেছে রাজ্যবাসী, আয়োজিত হচ্ছে এক বিশেষ উৎসব

হাতে গোনা কয়েকদিন তারপরই নানা রঙে রাঙতে চলেছে ভারতের বিভিন্ন রাজ্য। নতুন রঙে রেঙ্গে ( Holi ) যাবে গোটা দেশ। কাশ্মীর থেক কন্যাকুমারী সকল রাজ্যেই পালিত হয়ে আসছে হোলি বা দোল উৎসব। আর এই রঙিন উৎসবকে নিয়ে মানুষের মধ্যেও দেখা যায়, এক অন্যরকম উত্তেজনা। নতুন বছর পড়তেই মানুষ যেন মুখিয়ে থাকে কবে আসবে এই রঙিন উৎসবের দিন। নানা রঙে ( Holi ) রেঙে যাবে চারপাশ। এক অন্যরকম আনন্দে মাতবে মানুষ। সারাবছরের ক্লান্তি বেরিয়ে উড়ে যাবে রঙে খেলায়।
দেশের বিভিন্ন রাজ্যে হোলি পালিত হয়ে আসছে বিরাট উৎসবের আকারে। যেমন, হোলি বা বাঙালির দোল আসতেই যেন আনন্দের রঙ ( Holi ) লেগে যায় বাংলার ঘরে ঘরে। বেজে ওঠে “খেলবো হোলি রঙ দেব না” গান। আর এই সব কিছু ঘিরেই যেন অন্য রূপ নেয় বাংলার দোল উৎসব। তবে শুধুই যে বাংলা ও বাঙালি এমনটা মোটেই নয়। এই রঙে উৎসব দেশের সকল রাজ্যের। তাই এই দিনটি রঙের খেলায় মেতে ওঠে সকলে।
হাতে গোনা তিন দিন। তারপরই রাজস্থানে শুরু হতে চলেছে হোলি উৎসব। রাজস্থান পর্যটন বিভাগ আয়োজিত ( Holi ) ‘ব্রজ হোলি মহোৎসব’। আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। আর সেটিকে ঘিরেই যেন অন্য রকম উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এই সময়কালে মরু রাজ্যে বেড়ে যায় পর্যটকদের পরিমাণ। ফলে করোনা মহামারি পেরিয়ে এক নতুন করে আয়ের উপায় খুলে যেতে চলেছে সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের জন্য। এই উৎসবের নাম ‘ব্রজ হোলি মহোৎসব’ রাখার মূল কারণ এটি পুর্ব রাজস্থান থেকে শুরু করে প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ পর্যন্ত পালিত হয়ে থাকে। শ্রী কৃষ্ণের ( Holi ) লীলা খেলা থেকেই অনুপ্রাণিত হয়ে এই হোলি উৎসবের সময়ে পূর্ব রাজস্থান জুড়ে এই উৎসব পালিত হতে থাকে।
আরও পড়ুন…যোগায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যে ভারতীয় ক্রীড়া কেন্দ্র, অন্তর্ভূক্তি ফিফাতেও
এই সময়কালে গোটা রাজ্য জুড়েই যেন ফিরে আসে শ্রী কৃষ্ণের সে লীলা খেলা। চারদিকে যেন ফুটে ওঠে পবিত্রতা। সেই পবিত্রতার টানে টানেই দেশের এদিক ওদিক থেকে ছুটে আসে মানুষজন। অংশগ্রহণ করেন এই উৎসবে। মোট তিন দিন ( Holi ) ধরে পালিত হয় এই উৎসব। যার দ্বিতীয় দিনটি হয়ে থাকে সব থেকে বেশি মজার। মেলা বসে, উৎসবের মাঝেই পালিত হয় ক্রীড়া প্রতিযোগিতাও। কাবাডি, দড়ি টানাটানি সব মিলিয়ে যেন একেবারে জমজমাটি ব্যাপার রাজ্য জুড়ে। আর সেই আলো, উৎসবের মধ্যে দিয়েই মানুষ যেন খুঁজে পায় নিজেকে। শুনে মন করছে বুঝি একটি বার ঘুরে আসার? তা হলে দেরি কিসের; আজই চলে যান মরু রাজ্যের হোলি উৎসব পালনে। হাতে যে আর মাত্র তিন দিন!