রান্নার গ্যাস নয় মূল্যবৃদ্ধির আগুনে পকেট গড়ের মাঠ! মাসের শুরুতেই আবারও বাড়ল গ্যাসের দাম

মাসের শুরুতেই বড় ধাক্কা মধ্যবিত্তের জন্য! এক ধাক্কায় ২৫০ টাকা বাড়ল গ্যাসের দাম (Gas Price Hike)। তবে রান্নার গ্যাস নুয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। যার ফলে আপাতত বাড়ির হেঁসেল সামগ্রিকভাবে প্রভাবিত না হলেও, বড় সমস্যায় পড়বেন হোটেল থেকে করে রেস্তোঁরার মালিকেরা।
জাতীয় তেল মার্কেটিং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ১৯ কেজি সিলিন্ডারের দাম ( 19 KG Cylinder) বৃদ্ধি করা হয়েছে। আজ এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। সাধারণত, প্রতি মাসের শুরুর দিন, বাজারে দাম বাড়ে LPG সিলিন্ডারের (Gas Price Hike)। কিন্তু এক ধাক্কায় এতটা দাম বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় দেশের সাধারণ মানুষ।
আরও পড়ুন প্রাণের ভয় থাকলে মোটেই যাবেন না! রইল পৃথিবীর এমন ৫টি নিষিদ্ধ স্থানের রহস্য
দেশের কোন শহরে ঠিক কতদামে বিক্রি হচ্ছে, সিলিন্ডার (Gas Price Hike)? কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ( 19 KG Cylinder) ২৩৫১ টাকা। মুম্বই শহরে গ্যাসের দাম ২৪০৬ টাকা। চেন্নাই শহরে রান্নার গ্যাসের দাম ২৪০৬ টাকা। তিন মহানগরীতেই বিপুল দামে বিক্রি হচ্ছে এই গ্যাস।
19 kg commercial cooking gas LPG price hiked by Rs 250 per cylinder. It will now cost Rs 2253 effective from today. No increase in the prices of domestic gas cylinders. pic.twitter.com/h8acfRh6mn
— ANI (@ANI) April 1, 2022
তবে বাণিজ্যিক গ্যাসের ( 19 KG Cylinder) দাম বাড়লেও, মধ্যবিত্তের স্বস্তি কোথাও এই জায়গায় যে রান্নার গ্যাসের দাম এখনই বৃদ্ধি পায়নি। যদিও এখানে একটি বিষয় বুঝতে হবে। রান্নার গ্যাসের সঙ্গে, বাণিজ্যিক গ্যাসের তফাৎ কোথায়? রান্নার গ্যাস ব্যবহার করেন সাধারণ গৃহস্থ। তা গৃহস্থালির কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়– হোটেল, রেসটুরেন্ট, চায়ের দোকান প্রভৃতি জায়গায়। এখন একটি বিষয় এখানে বলা প্রয়োজন। এল ধাক্কায় ২৫০ টাকা দাম যখন বৃদ্ধি পেয়েছে, তখন কি দাম বাড়বে, হোটেল রেস্তোঁরা প্রভৃতি জায়গায়? অনুমান করা যায়, না। স্বাভাবিকভাবে গ্যাসের দাম বাড়লেই দাম বাড়ে না, খাবার কিংবা চা– প্রভৃতির। অতীত অভিজ্ঞতা বলে, দোকানিরা দাম বাড়াবার ক্ষেত্রে একটু অন্যভাবে ভাবেন।
গৃহস্থের হেঁশেলে আগেই আগুন লেগেছিল। গ্যাস সিলিন্ডার(Domestic Gas Cylinder Price) প্রতি দাম বাড়ে ৫০ টাকা। ফলে গ্যাস সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯৪৯ টাকা ৫০ পয়সা। কোনও কোনও জায়গায় তা ১০০০ টাকা ছাড়িয়েছে। আগামী দিনে সিএনজি(CNG) এবং পাইপলাইন গ্যাসের মূল্য ১০ থেকে ১৫ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। ১ এপ্রিল থেকে টানা ছ’মাস এই নয়া দাম কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত এটাই দেশে গ্যাসের সর্বোচ্চ দাম।
আরও পড়ুন আইপিএল গ্যালারিতে রূপের ঝড়! খেলা দেখতে এসে রাতারাতি ভাইরাল হয়েছেন যে সুন্দরীরা