জ্বালানির জ্বালা পাঁচ দিনে চারবার! লাগাতার দাম বৃদ্ধিতে আরও মহার্ঘ্য পেট্রোল ডিজেল

 লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের  (Fuel Price Hike)। শুক্রবারের পর শনিবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম  (Fuel Price Hike)। এই নিয়ে গত ৫ দিনে ৪ বার দাম বাড়ল জ্বালানি তেলের  (Fuel Price Hike)। পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী এই দামের জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। একইসঙ্গে ফের একবার বড়সড় কোপ পড়তে পারে গাড়ি ভাড়ার ক্ষেত্রেও। মহামারীর কাল কাটিয়ে ওঠার মুখে জ্বালানি তেলের লাগাতার এই দাম-বৃদ্ধির  (Fuel Price Hike) জেরে ঘোর বিপাকে আমজনতা।

উত্তর প্রদেশ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই ফের দাম বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের (Fuel Price Hike)। পেট্রোল-ডিজেলের দাম ফের লাগামছাড়া হয়ে উঠেছে। কলকাতায় গত ৫ দিনে ৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। শনিবার কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৮৩ পয়সা বেড়েছে। কলকাতায় এদিন পেট্রোলের নতুন দাম লিটার প্রতি ১০৮ টাকা ১ পয়সা। অন্যদিকে, দাম বেড়েছে ডিজেলেরও। নয়া এই দাম বৃদ্ধির জেরে শনিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ১ পয়সা।

মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৩৫ এবং ৯৭.৫৫ টাকা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ এবং ৮৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর আগে মঙ্গল, বুধ এবং শুক্রবার জ্বালানির দাম বাড়ানো হয়। প্রতি বার লিটার প্রতি গ়ড়ে ৮০ পয়সা করে দাম বাড়ানো হয়েছে।

এমনিতেই মহামারীর কালে বহু বেসরকারি সংস্থায় তালা ঝুলেছে। বিশেষ করে ছোট-মাঝারি বহু সংস্থা টানা লোকসানের বহর সামলাতে না পেরে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে। কাজ খুইয়েছেন কাতারে-কাতারে মানুষ। অনেকে সংসার চালাতে পেশা বদলাতেও বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের এক দফায় যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে তাতে আমজনতার অস্বস্তি বহুগুণে বাড়বে তা বলাই বাহুল্য।

দিন কয়েক আগেই ফের এক দফায় দাম বেড়েছিল রান্নার গ্যাসের। এক লাফে ৫০ টাকা বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বর্তমানে ৯৭৬ টাকা। যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে তাতে রান্নার গ্যাসের দাম কলকাতায় সিলিন্ডার প্রতি হাজার টাকা ছোঁয়া সময়ের অপেক্ষা বলেই আশঙ্কা করা হচ্ছে।

ভারতে পেট্রল এবং ডিজেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ জ্বালানির চাহিদা, আমেরিকার ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার ওঠানামা, শোধনাগারের খরচ ইত্যাদি। তবে বর্তমানে তেলের দাম বাড়ার মূল কারণ হিসাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই দায়ী বলে মনে করা হচ্ছে। যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম বিপুল বৃদ্ধি পেয়েছে।

এদিকে জ্বালানির দাম বৃদ্ধি (Fuel Price Hike) নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটারে লিখেছেন, গ্যাস, ডিজেল ও পেট্রলের মূল্যের উপর আরোপিত ‘লকডাউন’ তুলে নেওয়া হয়েছে। এবার কেন্দ্র লাগাতার দামের ‘উন্নয়ন’ করবে। 

আরও পড়ুন প্রয়াত ‘মিঠু’! ৭ ধারাবাহিকে অভিষেকের অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে বাঙালির মননে

আরও পড়ুন প্রাক-নববর্ষে নয়া উপহার! এপ্রিলেই চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন




Leave a Reply

Back to top button