Agitation of Job Seekers : রেলের কর্মী নিয়োগে প্রতারণা, ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

রেলে নিয়োগ বোর্ডের পরীক্ষাকে কেন্দ্র করে মঙ্গলবারের মতো বুধবারও উত্তপ্ত ( Agitation of Job Seekers ) বিহার। এদিন, গয়াতে একটি ট্রেনে আগুন লাগিয়ে দেয় চাকরিপ্রার্থীরা। এছাড়াও একটি ট্রেন ও স্টেশন ভাঙচুর করে বলেও স্থানীয় প্রশাসন সূত্রে খবর। বেশ কয়েকটি এলাকায় চাকরিপ্রার্থীরা রেল লাইনে ধর্নায় বসে রয়েছে। যার জেরে রেল পরিষেবাও ব্যাহত হয় এদিন। বিক্ষোভের প্রভাবে বিহার জুড়েই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

গয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত পরিস্থিতি অনেকটা হাতের মুঠোয়। যারা ট্রেনে আগুন লাগিয়েছে তাদের অনেককেই চিহ্নিত করা হয়েছে । এছাড়াও, গয়া পুলিশের পক্ষ থেকে অনেকবার বিক্ষোভকারীদের ( Agitation of Job Seekers ) বলা হয়েছিল, তারা যেন কারোর দ্বারা প্রভাবিত না হয়। যদিও উত্তেজিত পরীক্ষার্থীরা জানিয়েছে, কম্পিউটার মাধ্যমে দ্বিতীয় পরীক্ষা বাতিল করার পাশাপাশি পরীক্ষার ফলও প্রকাশেরও দাবি জানিয়েছে তারা।

Agitation of Job Seekersবিহারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পরীক্ষা ২০২১-এর বিরুদ্ধে পরীক্ষার্থীরা বা বলা চলে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিল। মঙ্গলবারও একই ইস্যুতে গোটা বিহারেই বিক্ষোভ ( Agitation of Job Seekers ) দেখিয়েছিল তারা। কিন্তু বুধবার বিক্ষোভের আগুন যেন আরও বেড়ে যায়। পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। উত্তেজিত হয়ে চাকরিপ্রার্থীরা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন ( Agitation of Job Seekers ) লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকতে হয় দমকলবাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টেশনে মোতায়েন করতে হয় পুলিশবাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তেজিত চাকরিপ্রার্থীদের সামলাতে ব্যর্থ হয়েছে পুলিশ। কারণ, গোটা স্টেশন চত্বর জুড়েই বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়। রেললাইনে বসে পড়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন।

পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, দুরপাল্লার চলন্ত ট্রেনেও ( Agitation of Job Seekers ) পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। সীতামারহিতে শুরু পুলিশের শূন্যেগুলি চালানো। প্রায় গোটা বিহার জুড়েই চাকরিপ্রার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দুটি পর্যায় রেলওয়ের পরীক্ষার সিধান্তের বিরোধিতা করছে। তাদের দাবি, চূড়ান্ত নির্বাচনের জন্য তারা দ্বিতীয় ধাপটিকে সম্পূর্ণ প্রতারণা ( Agitation of Job Seekers ) বলে মনে করে। তাদের আরও অভিযোগ, কম্পিউটার মাধ্যমে প্রথম ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল তারা ছাড় পেয়েছে। কিন্তু বাকিদের দ্বিতীয় ধাপের পরীক্ষা দিতে হচ্ছে। এছাড়াও, তাদের আরও বক্তব্য, ২০১৯ সালে জারি করা বিজ্ঞপ্তিতে শুধুমাত্র একটি পরীক্ষার উল্লেখ ছিল। সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে বলে অভিযোগ করে এই বিক্ষোভকারীরা।

আরও পড়ুন……..Republic Day 2022 : অলস দুপুর! প্রজাতন্ত্র দিবসে রইল দেশাত্মবোধক সিনেমার ঝুলি

প্রবল হিংসার কারণে রেলওয়ে এই প্রথম পর্যায়টি স্থগিত করার সিধান্ত নিয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে যা রেলওয়ে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ ও ব্যর্থ কথা ও অভিযোগ শুনবে। উভয় পক্ষের কথা শোনার পরই কমিটি রেল মন্ত্রককে প্রতিবেদন জমা দেবে। অন্যদিকে, মঙ্গলবার রেল মন্ত্রক তরফে একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা প্রতিবাদ করার সময় ভাঙচুর ও বেআইনি কার্যকলাপে জড়িয়ে থাকবে তাদের রেল তরফে নিয়োগপত্র দেওয়া হবে না।




Leave a Reply

Back to top button