জম্মু-শ্রীনগরে আচমকা ধ্বস, স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের রামবেন এলাকায় আচমকা ধ্বস। সাময়িকভাবে বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা। ফলে আটকে পড়েছেন হাজার হাজার পুণ্যার্থী। জম্মু-কাশ্মীর ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত প্রশাসনের অনুমতি ছাড়া ওই এলাকা দিয়ে যাওয়া যাবে না। তবে তীর্থযাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে, ‘ভয় পাওয়ার কারণ নেই, সরকারি আধিকারিকরা নজর রেখেছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে’।

টানা ভারী বৃষ্টির জেরেই কাশ্মীরের একাধিক জায়গায় ধ্বস নামছে। বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। এরপরই বিপদের আশঙ্কায় অমরনাথ যাত্রা স্থগিত ঘোষণা করে প্রশাসন। যাত্রীদের অধিকাংশই বালতাল ও নুনওয়ান বেসক্যাম্পে আটকে পড়েছেন। তবে এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনও হতাহতের খবর মেলেনি। কবে থেকে অমরনাথ যাত্রা ফের শুরু হবে, তার কোনও ইঙ্গিত দিতে পারেনি প্রশাসন।

Amarnath Yatra,Jammu Kashmir,Landslide,Jammu Srinagar National Highway

গত রবিবার তীর্থযাত্রীদের একটি দল পৌঁছয় চন্দ্রকোট বেস ক্যাম্পে। দুর্যোগের কারণে সেই সময় যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এই এলাকাটা জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের খুব কাছে। এবার ধস নামায় ফের যাত্রা স্থগিত করা হল। জম্মু-কাশ্মীর ট্রাফিক পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ধবসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক পথে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করা হল’।

১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ইতিমধ্যে ১ লক্ষ তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন। কিন্তু ৬ জুলাই থেকে আবহাওয়া বিগড়োতে থাকে। তুমুল বৃষ্টি শুরু হয়। সঙ্গে অমরনাথ গুহার আশপাশে চলে তুষারপাত। ভগবতীনগর বেস ক্যাম্পের পুণার্থীরাও আটকে পড়েন। পহেলগাঁও ও বালতালের রাস্তা ধরেই বেশিরভাগ তীর্থযাত্রী অমরনাথে পৌঁছন। কিন্তু ধবসের কারণে জম্মু ও জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাঁরা। কেউ রয়ে গিয়েছেন বেসক্যাম্পে।

৩ হাজার ৮৮৮ মিটার উঁচু অমরনাথ যাত্রা শেষ হবে ৩১ আগস্ট। এর আগে করোনার কারণে দু;বছ্র বন্ধ রাখা হয়েছিল। ২০২২ থেকে ফের অমরনাথের মহাদেব দর্শনে যাত্রা শুরু করেন ভক্তরা। এ বছরও যাত্রা চলছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার স্থগিত করতে হচ্ছে অমরনাথ যাত্রা।




Leave a Reply

Back to top button