ভারতের আরও এক নয়া আবিষ্কার! জেনে নিন সেটি সম্পর্কে বিস্তারিত

প্রযুক্তিতে ভারতের উন্নতি ক্রমাগত বেড়েই চলছে । বিগত কয়েক বছরে ভারত মহাকাশ পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এই ফলে প্রাইভেট সংস্থাগুলিও এবার মহাকাশ বিজ্ঞানে নিয়ে আসার কথা ভাবা হয়েছে ।তবে এবার এলো একটি বিরাট সুখবর।

হায়দ্রাবাদ : প্রযুক্তিতে ভারতের উন্নতি ক্রমাগত বেড়েই চলছে । বিগত কয়েক বছরে ভারত মহাকাশ পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এই ফলে প্রাইভেট সংস্থাগুলিও এবার মহাকাশ বিজ্ঞানে নিয়ে আসার কথা ভাবা হয়েছে ।তবে এবার এলো একটি বিরাট সুখবর। হায়দ্রাবাদের একটি প্রাইভেট সংস্থা তৈরি করে ফেলো এক বিশালাকার রকেট।

ভারতের প্রাইভেট সংস্থা তৈরি করেছে ‘স্কাইরুট’ যেটির উচ্চতা সাত তলা। যার নাম রাখা হয়েছে রকেট – ‘বিক্রম ১’। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা ‘স্কাইরুট’-এর সদর দফতর – ‘ম্যাক্স কিউ’-তে এই রকেট জনসমক্ষে নিয়ে আসা হয়। সংস্থার সদর দফতরটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। জানা গিয়েছে, খুব শীঘ্রই স্কাইরুটের তৈরি এই রকেট মহাকাশে পাড়ি দেবে।হায়দ্রাবাদ,রকেট লঞ্চ,বিক্রম -১,ইসরো,প্রাইভেট এজেন্সি

গতকাল মঙ্গলবার ২৪ অক্টোবর হায়দরাবাদে উদ্বোধন করা হয় স্কাইরুট অ্যারোস্পেস সংস্থার সদর দফতরে। সেই অফিসের নাম রাখা হয়েছে ‘ম্যাক্স কিউ’। কেন্দ্রীয় মন্ত্রীর হাতে অফিস উদ্বোধনের দিনই জনসমক্ষে নিয়ে আসা হয় ‘বিক্রম ১’ রকেটটিকে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালেই এই রকেটটিকে উৎক্ষেপণ করা হতে পারে।

স্কাইরুট সংস্থার সহপ্রতিষ্ঠাতা এবং সিওও ভারত ডাকা বলেন, ‘আমাদের সংস্থার সদর দফতরের উদ্বোধনের দিনই আমরা বিক্রম ১-কে জনসমক্ষে আনতে পেরেছি। এটা আমাদের জন্য খুব গর্বের মুহূর্ত।’ জানা গিয়েছে, লো-আর্থ অর্বিটে পৌঁছে যাওয়া যাবে এই রকেটে করে। এই রকেটের পেলোড ধারণের ক্ষমতা ৩০০ কেজি।হায়দ্রাবাদ,রকেট লঞ্চ,বিক্রম -১,ইসরো,প্রাইভেট এজেন্সি

এই বিক্রম ১ রকেটটি পুরোটা তৈরি করা হয়েছে কার্বন দিয়ে । এই রকেটটি মহাকাশে একাধিক উপগ্রহ নিয়ে যেতে পারবে। এমনকী পৃথিবীকে প্রদক্ষিণকারী স্যাটেলাইটও মহাকাশে নিয়ে যেতে সক্ষম হবে এই রকেট। এই স্টার্টআপ সংস্থার দ্বিতীয় রকেট এটি। এর আগে বিক্রম-এস নামক একটি রকেট তৈরি করেছিল তারা। ইসরোর উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রথম কোনও প্রাইভেট সংস্থা হিসেবে মহাকাশে রকেট পাঠিয়েছিল স্কাইরুট।

 

 




Leave a Reply

Back to top button