Assembly Election 2022 : বিজেপির প্রত্যাবর্তন নাকি বিরোধী উত্থান, ৫ রাজ্যে কী বলছে জনমত সমীক্ষা

মহড়া চলছে, মহড়া। ২০২৪ এর মহাযুদ্ধের আগে ভারতবর্ষের ৫ রাজ্যে বেজে গেছে যুদ্ধের দামামা ( Legislative Assembly Election) । একদিকে লাফিয়ে রাজ্য বিস্তার করছে করোনা ( corona) আর অন্যদিকে নির্বাচনী ( Assembly Election 2022 ) নির্ঘণ্ট বাজিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ( The Election Commission of India)। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কাকে মাথায় রেখে বিধিনিষেধ আরোপ করেই পাঁচ রাজ্যের ভোটের ( Assembly Election 2022 ) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
উত্তরপ্রদেশে ৭ দফায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন ( Assembly Election 2022 ) । উত্তরপ্রদেশ বাদে একমাত্র মণিপুরেই একাধিক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মণিপুরের ৬০টি আসনে দুই দফায় ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তাছাড়া উত্তরাখণ্ড, গোয়া ও পঞ্জাবে এক দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। এই পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পঞ্জাবেই রয়েছে বিরোধী সরকার। তাহলে কি এই নির্বাচন ( Assembly Election 2022 ) বিজেপির কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই? নাকি দেশে বিরোধী শক্তির উত্থানের নতুন পর্যায় রচনা হতে চলেছে এই নতুন বছরে।
মণিপুরে প্রথম দফার নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে ৩ মার্চ। উত্তরাখণ্ডে ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। উত্তরাখণ্ডের পাশাপাশি পঞ্জাব এবং গোয়াতেও ভোট ( Assembly Election 2022 ) অনুষ্ঠিত হবে ভ্যালেন্টাইন্স ডে-র দিন ১৪ ফেব্রুয়ারি। পাঁচ রাজ্যেরই ফলাফল প্রকাশ হবে ১০ মার্চ। আর ভোট মানেই সমীক্ষা। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘Times Now’ নিয়ে এসেছে তাদের ৫ রাজ্যের নির্বাচনী সমীক্ষা। নির্বাচনে কোন দল পেতে চলেছে গোলাপ আর কার গায়ে ফুটতে পারে কাঁটা? চলুন দেখে নেওয়া যাক-
Assembly Election 2022 নজরে উত্তরপ্রদেশ :
বিরোধী কণ্ঠে যতই শান পড়ুক উত্তরপ্রদেশের ক্ষেত্রে জরিপের কাটা বলছে, ২০২২ এও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। যদিও ২০১৭ সালের তুলনায় সমাজবাদী পার্টি ( Samajwadi Party ) ভাল ফল করলেও, অখিলেশ যাদবের “বাবাজী” আক্রমণ যে যোগীর “আব্বাজান”কে টেক্কা দিতে পারছে না তা স্পষ্টই দেখা যাচ্ছে এই জরিপে। অন্যদিকে এই সমীক্ষা অনুযায়ী, বহুজন সমাজ পার্টি ( BSP) এবং কংগ্রেস ( Congress) যে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে তা আর আলাদা করে বলার দরকার পরে না।
Assembly Election 2022 নজরে পাঞ্জাব :
এই রাজ্যের আকাশে বাতাসে ঢোল আর ভাঙরা। তাই হয়ত পাঞ্জাবের নব নির্মিত মুখ্যমন্ত্রী ( Charanjit Singh Channi) যেখানেই যাচ্ছেন ভাষণ শুরু করছেন ভাঙরা দিয়ে। কিন্তু এই ভাঙরা কি বাচাতে পারবে কংগ্রেস দুর্গ? কারণ সর্বভারতীয় এই সংবাদমাধ্যমের জরিপে পাঞ্জাবের সবথেকে শক্তিশালী দল হিসাবে উঠে এসেছে ‘আম আদমি পার্টি’র ( AAP ) নাম। একে শিরোমণি অখালি দলের সঙ্গহীনতা তার উপর কৃষক আন্দোলন, তাই বিজেপি যে এই রাজ্যে খুব একটা সুবিধা করতে পারবে না তা পরিষ্কার। তবে, ১০ই মার্চই বোঝা যাবে ট্রফি কার হাতে? কমেডি কিং ভগবন্ত মান নাকি কমেডি মাস্টার নভজোৎ সিং সিধু, কেই বা হাসতে চলেছে শেষ হাসি?
আরও পড়ুন……Punjab Election- রাজনীতির ময়দানে সোনুর বোন, লড়তে চলেছেন পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে
Assembly Election 2022 নজরে উত্তরাখণ্ড :
একটি রাজ্যে যখন ৪ মাসে ৪ জন মুখ্যমন্ত্রী পরিবর্তন হয় তখন সরকারের কি কোন বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট থাকে? বিরোধীদের এই প্রশ্নকে বুড়ো আঙুল দেখিয়ে এই রাজ্যে ফের সরকারে আসতে চলেছে বিজেপি, এইরকম বলছে সর্বভারতীয় এই সংবাদমাধ্যমের জরিপ। ‘আম আদমি পার্টি” এখানে খুব একটা সুবিধা করতে না পারলেও উঠে আসতে পারে প্রধান বিরোধী দল হিসাবে।
Assembly Election 2022 নজরে গোয়া :
প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে বিজেপিকে নাকে দড়ি দিয়ে ঘোড়াতে পারে, তা পরিষ্কার করছে এই জরিপ। এছাড়াও সমীক্ষায় উঠে এসেছে, জোরদার টেক্কা দিতে পারে আম আদমি পার্টি (AAP)। আবার এই রাজ্যে নাক গলিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ( All India Trinamool Congress ). কংগ্রেসের নেতাদের ভাঙিয়ে যে এই রাজ্যে তেমন সুবিধা করা যাবে না বলেই ইঙ্গিত রয়েছে এই জরিপে।
Assembly Election 2022 নজরে মণিপুর :
কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে মণিপুর দখলে তৃণমূল এবার মরিয়া। কিন্তু জনমত সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে পালাবদলের সম্ভাবনা নেই। তাছাড়া এবার মণিপুরে লড়ার কথা এনডিএ পার্টনার জনতা দল ইউনাইটেডেরও। সমীক্ষা বলছে কংগ্রেসই হতে চলেছে বিরোধী দল।
এতসব সমীক্ষার পরেও মনে রাখা দরকার, গণতন্ত্রে শেষ কথা বলে আম-জনতা। তাই ২০২২ এ কোন রাজ্যে কে বাজিমাত করছে তা কোনভাবেই ১০ই মার্চের আগে জানা সম্ভব নয়। ১০ই মার্চ, ২০২২ এই জানা যাবে, কে পেল ভ্যালেন্টাইনের গোলাপ আর কার ভাগ্যে জুটল গোলাপের কাঁটা।