Assembly Elections 2022 : ‘ভাইরাল প্রথম ৫০ জনের সাথে আমি রাত্রাহার করব’, ডিজিটাল প্রচার নাকি ডিজিটাল লোভ

Assembly Elections 2022- একজন মুখ্যমন্ত্রী ( Chief Minister) তার সরকারী কার্যালয় থেকে সরকার দ্বারা নিয়ন্ত্রিত সর্বভারতীয় সংবাদ এজেন্সি ( News agency) ক্যামেরার সামনে এসে আপিল জানাচ্ছেন, ‘আমি যদি এই রাজ্যের জন্যে কিছু করে থাকি তাহলে আপনারা অন্য রাজ্যের মানুষদের বলুন আমায় একটি সুযোগ করে দেওয়ার জন্যে।’ এটাই হল ডিজিটাল প্রচারের ( Digital campaign) মাত্রাচার।
Assembly Elections 2022- নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা
ভারতের নির্বাচন কমিশন ( Election Commission of India) ৩১শে জানুয়ারি, ২০২২ পর্যন্ত সব রকমের মিছিল ও রোড-শো এর উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। সঙ্গে জানানো হয়েছে রাজনৈতিক দলগুলি কিংবা নির্বাচন প্রার্থী দ্বারা আয়োজিত সভা প্রথম পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রে ২৮শে জানুয়ারি এবং দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে ২রা ফেব্রুয়ারি থেকে শুরু করা যাবে। বাড়ি বাড়ি ভোট ( Assembly Elections 2022) প্রচারের ক্ষেত্রে ৫ জনের পরিবর্তে একসঙ্গে ১০ জন পর্যন্ত যেতে পারবেন। করোনা নিয়ন্ত্রণ বিধি মেনে উন্মুক্ত স্থানে ভিডিও ভ্যান- এর মাধ্যমে প্রচার করা যেতে পারে।
Assembly Elections 2022- ‘অন্য রাজ্যের মানুষদের বলুন একবার কেজরিবালকে সুযোগ দিতে’
বিজেপি ( BJP) হোক কিংবা আপ ( AAP) অথবা কংগ্রেস ( Congress) বা সমাজবাদী পার্টি (Samajbadi Party) তরফ থেকে বাজারে আসছে একের পর এক ফিচার সং, আন্থাম ( Anthem), নির্বাচনী প্রচার ভিডিও আরও কত কি। কিন্তু এবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনী ( assembly elections 2022) মসরুমে বাজারে আসল এক নয়া উদ্যোগ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল এএনআইএর দ্বারা সর্বসমক্ষে এক প্রস্তাব রাখলেন।
কেজরিবাল বলেছেন, ‘ দিল্লির জনতা, আপনারা আম আদমি পার্টিকে জিতিয়েছেন। পরপর তিনবার আপের সরকার আপনাদের জন্যে সুব্যবস্থা করেছে। প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতির স্ত্রী নিজে দিল্লির স্কুল দেখতে এসেছেন। আপনারা ফ্রি-বিজলি পান। আপনরা খুব খুশি, তাই আমাদের জিতিয়েছেন… আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের এই অভিঞ্জতা আপনারা একটি ভিডিও বানিয়ে ছড়িয়ে দিন। আপনারা যদি চান, আপনাদের মত সুবিধা সারা দেশের জনগণ পান তাহলে অন্য রাজ্যের মানুষদের বলুন একবার কেজরিবালকে সুযোগ দিতে। যাদের ভিডিও সব থেকে বেশি ভাইরাল হবে সেই প্রথম ৫০ জনের সাথে আমি রাত্রাহার করব’।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/coronavirus-update-in-india-24-january/
Assembly Elections 2022- প্রশ্ন করলেই ‘দেশবিরোধি’ তকমা
কিন্তু কথাটা হল, একজন মুখ্যমন্ত্রী সরকারী অফিসে বসে, সরকারী মিডিয়াকে ব্যবহার করে এইভাবেই নিজের পার্টির জন্যে ভোট-প্রচার করতে পারেন? কোন দলই কি সরকারী টাকায় ভোট ( Assembly Elections 2022) প্রচার করতে পারেন? ভারতীয় সংবিধান কিন্তু বলছে সরকারী টাকা অর্থাৎ আম জনতার টাকাকে কোন দলই ব্যবহার করতে পারবেন না। কিন্তু তার অনবরত নিদর্শন আমরা দেখেই চলেছি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রি স্বামী প্রসাদ মৌড়কে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই প্রশ্ন করায় তাকে দেশবিরোধি ঘোষণা করে তিনি উঠে যান।
Assembly Elections 2022- ‘ভাইরাল প্রথম ৫০ জনের সাথে আমি রাত্রাহার করব’
‘আম আদমি পার্টি’ নিজেদের ডিজিটাল প্রচার ভালই করতে জানে। তাই নিঃসন্দেহে ভারতবর্ষের উঠোনে এক নতুন প্রচার মাধ্যম সৃষ্টি হল এতে। সময়ের সাথে সাথে সবই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনের মধ্যে কোথাও খুত আছে কিনা তার বিচার সময়ের সাথে চলমান মানুষরাই করে এসেছে। কারণ মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। তেমনই এই বুদ্ধিমান প্রাণীর দুর্বলতা লোভ। ‘যাদের ভিডিও সব থেকে বেশি ভাইরাল হবে সেই প্রথম ৫০ জনের সাথে আমি রাত্রাহার করব’- এটা কি সেই লোভেরই বার্তা?
আরও পড়ুন- https://thebengalichronicle.com/netaji-subhas-chandra-bose-goes-viral-in-his-birthday/