Bajrang Dal: ফের উত্তপ্ত কর্ণাটক, বজরং দল কর্মীর হত্যায় চড়ছে রাজনৈতিক পারদ

প্রাত্যুষা সরকার, কলকাতা: কর্ণাটকে বেশ কয়েক দিন ধরে চলছে হিজাব বিতর্ক। এরই মধ্যে বজরং দলের কর্মী হত্যায় ( Bajrang Dal ) আবারও উত্তেজনা ছড়াচ্ছে কর্নাটকে। ২৮ বছরের তরতাজা যুবক হর্ষের মৃত্যুতে জ্বলছে বিক্ষোভের আগুন। গত রবিবার রাতে খুনের পর সোমবার সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ বেঁধেছে জনতা-পুলিশের। একের পর এক গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবার হর্ষ হত্যা মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে কর্নাটক পুলিশ।
Bajrang Dal : উতপ্ত কর্ণাটক
বজরং দলের যুবা কর্মী ( Bajrang Dal ) ২৮ বছর বয়সী হর্ষকে রবিবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। ঘটনাটি ঘটে কর্ণাটকের শিবমোগা এলাকায়। যার ফলে শহরটিরে চলতে থাকে অগ্নিসংযোগ, সহিংসতা এবং পাথর ছোড়ার মত ঘটনা রুখতে জারি করা হয় নিষেধাজ্ঞা। মঙ্গলবার এক সংবাদ মাধ্যমে একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, মঙ্গলবার সকালে শহরে অগ্নিসংযোগ ও সহিংসতার বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে।
Bajrang Dal : গ্রেপ্তার ছয়
হর্ষ হত্যা মামলায় ইতিমধ্যে ছয় জনকে গ্রেপ্তার করেছে কর্ণাটকে পুলিশ। তবে অনুমান করা যাচ্ছে অপরাধিদের মধ্যে কেউ কেউ এখনও পলাতক রয়েছে। সুপারিনটেনডেন্ট পুলিশ বিএম লক্ষ্মী প্রসাদ সাংবাদিকদের জানান, “আমরা মামলার সাথে জড়িত মহম্মদ কাশিফ, সৈয়দ নাদিম, আশিফুল্লাহ খান, রেহান খান, নেহাল এবং আব্দুল আফনানকে গ্রেপ্তার করেছি। কাশিফের বয়স ৩২ ব্যতীত সকলের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই শিবমোগা এলাকার বাসিন্দা,”। তিনি আরও বলেন, এরা আগে একসঙ্গে থাকত। কিন্তু এখন আলাদা থাকছে। কাশিফের বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।
আরও পড়ুন…. মৃত্যুর পরও নিজ দায়িত্ব থেকে অনড়, রোগীকে অঙ্গ দান করে গেলেন এই নার্স
Bajrang Dal : পলাতক দুষ্কৃতীদের খোঁজ
এই মামলায় জড়িত আছে আরও কয়েকজন। তাদের ট্র্যাক করার জন্য শুরু করা হয়েছে একটি ম্যানহন্ট। সিনিয়ার পুলিশ কর্মকর্তাটি বলেন, আরও ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তাদের ভূমিকা প্রকাশ্যে আসেনি। হর্ষের হত্যার পর, সোমবার তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শহরে শুরু হয় সহিংসতা, অগ্নিসংযোগ এবং পাথর নিক্ষেপ। যার ফলে একজন ফটোসাংবাদিক এবং একজন পুলিশ মহিলা সহ কমপক্ষে তিনজন আহত হয়েছিল। বেশ কয়েকটি দুচাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে।