অভাবের তাড়নায় ছাড়তে হয়েছিল পড়াশোনা! ৩৮ বছর পর আক্ষেপ ঘোচালেন বেঙ্গালুরুর অটোচালক
অপূর্ণ স্বপ্নকে আঁকড়ে বেঁচেছিলেন এতদিন! অবশেষে মাধ্যমিক দিয়ে মুখে হাসি ফুটলো বেঙ্গালুরুর অটোচালকের...

পূর্বাশা, হুগলি: পারিবারিক দায়বদ্ধতা ও পেটের দায়ে অনেক সময়েই মাঝপথে পড়াশোনা ছাড়তে হয় অনেককে। পড়াশোনা ছেড়ে তাঁরা যুক্ত হন কর্মসংস্থানে। কিন্তু যাঁরা ভালোবাসেন পড়াশোনাকে, তাঁদের মনের মধ্যে রয়ে যায় আক্ষেপ। ফের পরীক্ষা দিতে চান তাঁরা। অপূর্ণ থাকা স্বপ্নকে ফের পূরণ করার স্বপ্ন দেখেন। তাঁদের মতোই একজন বেঙ্গালুরুর অটোচালক ভাষ্কর।
কর্মসংস্থানের তাগিদে ১৯৮৫ সালে পড়াশোনা ছাড়তে হয়েছিল তাঁকে। দশম শ্রেণীতে থাকাকালীন মাঝপথে ছাড়তে হয় পড়াশোনা। ফলে দেওয়া হয়ে ওঠেনি মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সর্বক্ষণ সেই আক্ষেপ মনে পুষে রেখেছিলেন তিনি। কিন্তু কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। আর তাই এবার সেই অপূর্ণ স্বপ্নকে পূরণ করে নিলেন অটোচালক ভাষ্কর। ৩৮ বছর পর মাধ্যমিক পরীক্ষায় বসে ইংরেজি পরীক্ষা দিয়েছেন তিনি।
এত সময় কেটে খেলেও পড়াশোনার প্রতি এতটুকু আগ্রহ কমেনি ভাষ্করের। দুই সন্তানের বাবা ভাষ্কর
সারাদিনের হাড়ভাঙা খাটুনি সেরে পড়তে বসতেন।
অবশেষে পরীক্ষা দিতে পেরে তাঁর মুখে ফুটেছে হাসি। তাঁর সন্তানেরা বাবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। স্বপ্ন সফল করে ভাস্কর এখন ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা।