Netaji Subhash Chandra Bose Quotes : নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই ১০ উক্তি আজও অনুপ্রেরণা সমগ্র দেশবাসীর কাছে

স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয় 

নেতাজি সুভাষ চন্দ্র বসু ( Netaji Subhash Chandra Bose ) এর মতে, স্বাধীনতা কেউ কোনোদিন হাতের সামনে তুলে দেবে না। স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, অর্জন করে নিতে হবে নিজেদের প্রাপ্য স্বাধীনতাকে।

মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনোও স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে

শুধুমাত্র টাকা পয়সার জোরে স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এর জন্য মানসিক দৃড়তা প্রয়োজন, প্রয়োজন আত্মশক্তি বোধ ও সাহসী পদক্ষেপ নেবার ক্ষমতা।

যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায়

জীবনে সংগ্রাম আসবে, সেগুলোর থেকে পালিয়ে গেলে চলবে না। ঝুঁকি নিয়ে সংগ্রাম করতে হবে তবেই বেঁচে থাকার আসল উপলব্ধি সম্ভব।

শুধুমাত্র চিন্তার জন্য কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে। কিন্তু, সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে

মানুষের সবচাইতে বড় শত্রু হল চিন্তা। চিন্তার দায়ে স্বাভাবিক জীবন চাপা পরে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না, বা থাকা উচিত নয়

যে কোনো ঘটনার আসল সত্যতা উদ্ঘাটন করে সেটা সবার সামনে তুলে ধরা আমাদের প্রত্যেকেরই কর্তব্যের মধ্যে পরে। কোনো কিছুর আসল সত্যি না জেনে চুপ করে বসে থাকাটা একেবারেই উচিত নয়।

জীবন এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে, যাতে সত্যতা পূর্ণমাত্রায় থাকে

জীবনযাপনের জন্য মিথ্যের আশ্রয় না নেওয়াই শ্রেয়। জীবন যদি প্রাণবন্ত ভাবে কাটাতে হয় তাহলেই সততাই চাবিকাঠি একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য।

সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে

নেতাজি সুভাষ চন্দ্র বসু ( Netaji Subhash Chandra Bose ) এর মতে,  জীবনের হয়তো অনেক এমন সময় আসবে যেখানে মনে হতে পারে মিথ্যের আশ্রয় শ্রেয়, কিন্তু সেই পথে পা বাড়ালে হবে না। সততার চাইতে মূল্যবান কিছু নেই এ পৃথিবীতে। জীবনের সবটা সততার সাথে কাটাতে হবে।

বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে

সততার সাথে এগিয়ে চললে তবেই জীবনের আসল মর্ম বোঝা সম্ভব। আমাদের চারিপাশের বাস্তবকে বুঝতে গেলেও সৎ ভাবে বুঝতে হবে। এর জন্য সৎ হবার পাশাপাশি আসল সত্যিকে গ্রহণও করতে হবে।

প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেমন মরুলোকে নির্বাসনের মত

জীবনে কেউই এক বেঁচে থাকতে পারে না। তেমনি জীবনে বেঁচে থাকার জন্য প্রকৃতিরও প্রয়োজন। প্রকৃতি ছাড়া জীবন কাটানো রুক্ষ শুষ্ক মরুভূমিতে জীবন কাটানোর সমান।

স্বাধীনতার জন্য নিজের রক্তদিয়ে মূল্য দেওয়া আমাদের কর্তব্য

নেতাজি সুভাষ চন্দ্র বসু ( Netaji Subhash Chandra Bose ) এর মতে, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। কেউ এই স্বাধীনতা আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না। তাই স্বাধীনতার জন্য যদি রক্তের মূল্যও দিতে হয় সেটা দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য।




Leave a Reply

Back to top button