তামিলনাড়ুতে জিততে পারবে না বিজেপি, Rahul Gandhi কে খোঁচা বিজেপির অমিত মালব্যের

রাজনীতির উল্টোপুরাণ। বিজেপি কোনদিনই তামিলনাড়ু শাসন করতে পারবে না, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমন বক্তব্যের প্রেক্ষিতে টুইটারে তাঁকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় স্তরের অন্যতম নেতা অমিত মালব্য। সাম্প্রতিককালে সেখানকার পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে ২৩০টি পঞ্চায়েত, ৫৬টি পৌরসভা ও ২২টি পৌরনিগমের আসনে জয়ী হয়েছে বিজেপি।
Rahul Gandhi: বক্তব্য
এই নির্বাচনের পর আঞ্চলিক দল ডিএমকে ও এআইডিএমকের পর তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তামিলনাড়ুতে উঠে এসেছে বিজেপি। যদিও কংগ্রেস জোটসঙ্গী ডিএমকের প্রাপ্ত আসন সবার থেকে বেশি নির্বাচনের পর কংগ্রেসের আসন সংখ্যা বিজেপির পিছনে তাদের চতুর্থ বৃহত্তম দলে পরিণত করেছে।
তাই সংসদে করা নিজের বক্তব্যের জন্য খোঁচা খেতে হচ্ছে কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী পুত্র রাহুল গান্ধীকে। টুইটারে বিজেপি নেতা অমিত মালব্য জানিয়েছেন যে কিছুদিন আগে সংসদে রাহুল গান্ধী জানিয়েছিলেন যে বিজেপি কখনো তামিলনাডু তে ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আশা করি নির্বাচনের ফল তাকে বুঝিয়ে দিয়েছে যে তিনি ভুল বলেছিলেন। বিজেপি কংগ্রেসের থেকেও বেশি আসনে জিতেছে।
কিছুদিন আগেই উত্তরপ্রদেশের ভোট নিয়ে পার্লামেন্টে রাহুল গান্ধী বলেছিলেন যুক্তরাষ্ট্র হিসেবে ভারতের প্রতিটি রাজ্যের সমস্ত মানুষের সমান অধিকার থাকা উচিত। ভারত কোন রাজতন্ত্র নয় এবং বিজেপি কখনই তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে পারবে না। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ধন্যবাদ দিয়েছেন রাহুল গান্ধীকে ভারতের সংসদে তামিলনাড়ুর কথা তুলে ধরবার জন্য। তার পার্টি ডিএমকে তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী যারা সবথেকে বেশি আসনে জিতেছে পূর্ববর্তী নির্বাচনে।
আরও পড়ুন: Urfi Javed:বি টাউন জুড়ে কেবলই যৌনতার খেল, জনসমক্ষে কাস্টিং ডাইরেক্টরের মুখোশ খুললেন উর্ফি জাভেদ
২০২১ সালে সেখানকার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এআইডিএমকের এনডিএ জোটকে হারিয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ও ডিএমকের জোট। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন ডিএমকে নেতা এম.কে. স্ট্যালিন তারপরে এই নির্বাচনে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে বিজেপি ও তার জোটসঙ্গী এআইডিএমকে। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এখানে যথেষ্ট খারাপ ফল করেছিল বিজেপি নেতৃত্বাধীন জোট।
আরও পড়ুন: Gangubai Kathiawadi: লাল শাড়িতে বাংলার গাঙ্গুবাঈ, বিড়ির বদলে দাঁতের ফাঁকে টুথপিক গুঁজেছেন Trina Saha
কিন্তু তারপরে ২০২১ সালে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছিল তারা। তবে নির্বাচন জিততে পারেনি আর দিল্লির শাসকদল। এই আঞ্চলিক নির্বাচন তাই তাদের জমি কিছুটা হলেও শক্ত করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরবর্তী লোকসভা নির্বাচনের আগে তাই কিছুটা হলেও স্বস্তি দিল বিজেপি শিবিরকে এই নির্বাচনের ফল।