Black day: প্রেমের নয় হিংসার জয়গান গেয়েছিল যারা, জেনে নিন পুলওয়ামার নিশংস হত্যার ইতিহাস

রিমা শিয়ালী, কলকাতা: আজ বিশ্ব ডুবে আছে প্রেমে। উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। সমগ্র পৃথিবীব্যাপী মানুষ ১৪ ই ফেব্রুয়ারি দিনটিকে প্রেম দিবস রূপে আখ্যায়িত করে। কিন্তু তিন বছর আগে এই দিনে এমন একটি ঘটনা ঘটে যা গোটা ভারতকে কাঁপিয়ে তোলে। তিন বছর আগে এই দিনে ভারতে হয় অশ্রুর বন্যা। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা বাহিনীর উপর সবথেকে বড় হামলা হয় ( Black Day)। যে হামলায় ৪০জন সিআরপিএফ বীর শহীদ হন। পাকিস্তানি সন্ত্রাস বাহিনী নিজেদের কাপুরুষত্বের প্রমাণ দিয়ে ভারতীয় সোনার উপর আক্রমণ করে যা ভারত ও পাকিস্তানকে যুদ্ধের প্রায় দোরগোড়ায় নিয়ে এসেছিল। আজও সেই ঘটনা মনে করে প্রত্যেক ভারতবাসী পালন করে ব্ল্যাক ডে ( Black Day)।BLACK DAY

Black Day:কি ঘটেছিল সেদিন?

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জাতীয় সড়ক ৪৪ এ করে ২৫০০ জনের বেশি সিআরপিএফ জওয়ান পরিবহনকারী ৭৮ টি গাড়ি জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। তারা যে গাড়িতে যাচ্ছিলেন, সেই গাড়িতে ঠিক বিকেল ৩:১৫ নাগাদ এসে ধাক্কা দেয় বিস্ফোরক বহনকারী একটি গাড়ি। যার ফলে একটি বিস্ফোরণ ঘটে এবং ৭৬ তম ব্যাটেলিয়ানের ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন এছাড়াও অনেকেই আহত হন ( Black Day)।

Black Day: কে ছিল এই আক্রমণের মাস্টারমাইন্ড

জৈশ-ই-মহাম্মদ নামে এক পাকিস্তানি সন্ত্রাস দলের সদস্যকে এই আক্রমণটির ( Black Day) মাস্টারমাইন্ড হিসেবে ধরা হয়।

Black Day: আক্রমণের প্রতি ভারতের জবাব

এই ধরনের নিশংস হামলার ( Black Day) পর ভারত ও পাকিস্তানের মধ্যে এক ভয়ঙ্কর উত্তেজনা মাথাচড়া দিয়ে ওঠে। প্রধানমন্ত্রী নিজে পুলওয়ামায় আক্রমণ করা সন্ত্রাসদের উপর পাল্টা আক্রমণের অনুমতি দেন। এবং সেই কথা মতোই ভারতীয় নিরাপত্তা বাহিনী জেএম শিবিরগুলোতে সন্ত্রাসবিরোধী বিমান হামলা চালায়।২০১৯ এর ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে আইএএফ জেট বিমানগুলি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোট নামক স্থানে জৈশ-ই-মুহাম্মদের সন্ত্রাসী শিবির গুলিতে বোমাবর্ষণ করে এবং পুলওয়ামা হামলার প্রতিশোধ নেয়।

আরও পড়ুন-New Rupee : ২কোটি দাম হলেও আজও ভালবাসার মূল্য পায়নি অভাগা রাজা

আরও পড়ুন-Recipe : বাঙালির রসনার প্রথম পাতেই পড়ে শুক্তো! রইল অনুষ্ঠান বাড়ির স্বাদের সহজ এই পদের রেসিপি

Black Day: পাকিস্তানের ব্যর্থ প্রচেষ্টা

পরের দিন ২৭ ফেব্রুয়ারি বালাকোট আক্রমণের প্রতিশোধ নিতে পাকিস্তানি বিমান বাহিনী জম্মু-কাশ্মীরের সামরিক স্থাপনায় হামলা করে। কিন্তু ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন ভার্তমান একটি মিগ-২১ বাইসনের দ্বারা পাকিস্তানি বিমান বাহিনীর শক্তিশালী এফ-১৬ কে গুলি করে নামিয়ে দেন। পরে এই মিগ-২১ ভূপতিত হয় এবং উইং কমান্ডার অভিনন্দন ভার্তমান কে বন্দী করা হয়। পরে অবশ্য ২০২১ সালের ১লা মার্চ তাকে ছেড়ে দেওয়া হয়।




Leave a Reply

Back to top button