Black day : প্রেম দিবসে মর্মান্তিক ঘটনা! জেনে নিন পুলওয়ামা হামলার মর্মান্তিক মুহুর্ত

অহেলিকা দও, কলকাতা : আজ সারা বিশ্বে ( world) মেতে উঠেছে ভ্যালেন্টাইন্স ডে ( Valentines Day)। সকলেই আজ প্রেম দিবস পালন করে নিজের ভালোবাসার মানুষের সাথে। কিন্তু এই প্রেম দিবসে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা ( Black Day)। ৩ বছর আগে পাকিস্তানের ( Pakistan) হাতে ৪০ জন ভারতীয় সৈনিকদের ( Indian soldiers) মৃত্যু আজও মানুষকে কাঁদায়।
আরও পড়ুন-Black day: প্রেমের নয় হিংসার জয়গান গেয়েছিল যারা, জেনে নিন পুলওয়ামার নিশংস হত্যার ইতিহাস
Black day : পুলওয়ামা হামলা
২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি ( Black Day) জাতীয় সড়ক ৪৪ এ করে ২৫০০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান পরিবহনকারী ৭৮ টি গাড়ি জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। তারা সকলে যে গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়িতে ঠিক বিকেল ৩:১৫ নাগাদ বিস্ফোরক বহনকারী একটি গাড়ি এসে ধাক্কা দেয়। তখনই ঘটে বিস্ফোরণ এবং ৭৬ তম ব্যাটেলিয়ানের ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এছাড়াও আহত হন অনেকেই ( Black Day)।
Black day : হামলার দায় স্বীকার
তার কিছুদিন পর পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে।
Black day : বিস্ফোরক
পুলওয়ামা সন্ত্রাসী হামলার তদন্তে দেখা গেছে যে, বিস্ফোরক বহনকারী গাড়িটি ৮০ কিলোগ্রাম আরডিএক্স, একটি উচ্চ বিস্ফোরক এবং অ্যামোনিয়াম নাইট্রেট সহ ৩০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক বহন করছিল।
Black day : পাল্টা আক্রমণের অনুমতি
এই হামলার ( Black day) পর ভারতের মানুষের মনে দাগ কেটে দিয়েছিল ওই পাকিস্তান। শোক এবং প্রতিশোধের রাগের আগুন জ্বলছিল প্রতিটা ভারতবাসীর চোখে। এই কারণে প্রধানমন্ত্রী পুলওয়ামায় আক্রমণ করা সন্ত্রাসদের উপর পাল্টা আক্রমণের অনুমতি দেন।
Black day : পুলওয়ামা হামলার প্রতিশোধ
মাঠে নামেন ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নিরাপত্তা বাহিনী জেএম শিবিরগুলোতে সন্ত্রাসবিরোধী বিমান হামলা চালায়। ২০১৯ সালে ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে আইএএফ জেট বিমানগুলি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোট নামক স্থানে জৈশ-ই-মুহাম্মদের সন্ত্রাসী শিবির গুলিতে বোমাবর্ষণ করে এবং পুলওয়ামা হামলার ( Black day) প্রতিশোধ নেয়।
আরও পড়ুন-Bangladesh : পিতার শ্রাদ্ধ পালন করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু সন্তানদের, ঘটনায় ভাষা হারিয়েছেন মা