এবার কি রাজনীতির ময়দানে আসছে ধকধক গার্ল, মহারাষ্ট্রে জয় নিশ্চিত করতে বিজেপির নিশানায় মাধুরী
টার্গেট মহারাষ্ট্র তবে কঙ্গনা নয় এবার কি বিজেপির হয়ে কি রাজনীতির ময়দানে আসতে চলছে সুন্দরী মাধুরী!

জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার রাজনীতির ময়দানে। লোকসভা ভোটে টিকিট প্রায় করফার্ম। সব কিছু ঠিকঠাক থাকলে মুম্বই থেকে লড়তে পারেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। জানেন কী কোন দলের থেকে টিকিট দেওয়া হচ্ছে এই অভিনেত্রীকে?
জানা গিয়েছে, বিজেপি-র টিকিটে লোকসভা ভোটে ডেবিউ হতে চলেছে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। বিজেপি-র একাধিক সিনিয়র নেতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে খবর। হয় নর্থ মুম্বই না হয় উত্তর পশ্চিম মুম্বই লোকসভা আসন থেকে টিকিট দেওয়া হতে পারে এই বলি নায়িকাকে।সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৪ এর লোকসভা ভোটে বিজেপির (BJP) টিকিটে ডেবিউ হতে চলেছে অভিনেত্রীর। কানাঘুষা খবর ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতার সঙ্গে শুরু হয়েছে মাধুরীর ওঠাবসা। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি নেতা প্রফুল প্যাটেল এবং বিজেপি নেতা আশিস শেলারের সাথে অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে বিজেপি। মহারষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ৪৫ টিতেই জয় হাসিল করার জন্য মরিয়া গেরুয়া শিবির। যে কারণেই এবার সেলিব্রেটি কার্ড খেলতে চাইছে তারা। আর সেই তালিকায় নাকি সবার উপরে রয়েছে ধক ধক গার্ল মাধুরীর নাম।সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে বিজেপি। মহারষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ৪৫ টিতেই জয় হাসিল করার জন্য মরিয়া গেরুয়া শিবির। যে কারণেই এবার সেলিব্রেটি কার্ড খেলতে চাইছে তারা। আর সেই তালিকায় নাকি সবার উপরে রয়েছে ধক ধক গার্ল মাধুরীর নাম। সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে বিজেপি। মহারষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ৪৫ টিতেই জয় হাসিল করার জন্য মরিয়া গেরুয়া শিবির। যে কারণেই এবার সেলিব্রেটি কার্ড খেলতে চাইছে তারা। আর সেই তালিকায় নাকি সবার উপরে রয়েছে ধক ধক গার্ল মাধুরীর নাম।সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে বিজেপি। মহারষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ৪৫ টিতেই জয় হাসিল করার জন্য মরিয়া গেরুয়া শিবির। যে কারণেই এবার সেলিব্রেটি কার্ড খেলতে চাইছে তারা। আর সেই তালিকায় নাকি সবার উপরে রয়েছে ধক ধক গার্ল মাধুরীর নাম।
কাশ্মীর থেকে কন্যাকুমারী__আসুমদ্র হিমাচল তার সৌন্দর্যের দিওয়ানা। বলিউডের (Bollywood) ধক ধক গার্ল তিনি। তিনি দেশের কোটি কোটি পুরুষের স্বপ্ন সুন্দরী। এবার তিনি আসতে চলেছেন রাজনীতিতে যদিও নর্থ মুম্বাই নাকি নর্থ ওয়েস্ট মুম্বাই (Mumbai) থেকে তিনি দাঁড়াবেন তা এখনও কনফার্ম নয়। তবে সূত্র বলছে, পুনম মহাজনের আসনে BJP-র বাজি হতে পারেন মাধুরী দীক্ষিত। যদিও এর আগে ২০১৯ সালেও শোনা গিয়েছিল যে পুনে আসনে তিনি BJP-র প্রার্থী হচ্ছেন। তবে সেবার সমস্ত জল্পনাকেই মিথ্যা বলে জানিয়েছিলেন অভিনেত্রী। এবারও সূত্রের তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি। রাজনীতিতে তিনি আদৌ আসবেন কি না, তা নিয়ে জোর চর্চা চলছে। তবে মাধুরী দীক্ষিত যদি সত্যিই মহারাষ্ট্র থেকে দাঁড়ায় তাহলে সংশ্লিষ্ট আসনে জয় পাকা বলেই মনে করছে গেরুয়া শিবির।