ফেরা হল না বাড়ি, বেলাগাম গতির জেরে বাস উল্টে মৃত্যু পড়ুয়াসহ ৮

তুমকুর, ১৯ মার্চ: শনিবার কর্নাটকের তুমকুর জেলায় বড়সড় বাস দুর্ঘটনা ( Bus Accident ) ঘটে।ফলে ঘটনাস্থলেই নিহত হয় আট জন যাদের মধ্যে উপস্থিত ছিল বেশকিছু পড়ুয়াও ( students ) ।এছাড়াও এই দুর্ঘটনার ফলেই জখম হয় আরও ২০ জন।একটি সংবাদমাধ্যমে থেকে পাওয়া একটি ভিডিওতে ওই বাসের মধ্যে আরও বেশকিছু যাত্রীকে আটক অবস্থায় দেখা গিয়েছিল।ইতিমধ্যেই উদ্ধারকার্য চালিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে যে চিকিৎসাধীন অনেকেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। ফলে আশঙ্কা করা হচ্ছে যে বাস দুর্ঘটনায় ( Bus Accident ) মৃতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।

তুমকুর পুলিশ সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে, শনিবার সকালেই সেই বেসরকারি বাসটি ৫০ জন যাত্রী নিয়ে ওয়াই এন হোসকোট থেকে তুমকুরের পাওয়াগড়ার দিকে আসছিল। পাওয়াগড়ায় অদূরেই মল্লকাট্ট নামক একটি জায়গায় বাসটি হঠাৎই উল্টে যায় ( Bus Accident ) এবং ঘটনাস্থলেই আট জন নিহত হয়। সাথেই আরও ২০ জনের মতো আহত হয়।পুলিশের কথা অনুযায়ী আহতদের মধ্যে অনেকেরই অবস্থা খুব একটা সুবিধের নয়।

আরও পড়ুন: আলোচনায় রাশিয়া-‌ইউক্রেন!‌ ভারতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশ সূত্রের খবর থেকে জানা গেছে যে লাগাম ছাড়া গতিই এই বাস দুর্ঘটনার ( Bus Accident ) প্রধান কারণ। বেলাগাম গতির কারণেই বাসের চালক বাসের উপর নিয়ন্ত্রণ রাখতে অক্ষম হয় এবং বাসটি উল্টে যায়।এছাড়াও ওই অ্যাক্সিডেন্ট ( Bus Accident ) বিষয়ক অন্যান্য তথ্যগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নারীও পারে! বৈষম্যতাকে দূরে ঠেলে দেশে শিক্ষার আলো ছড়িয়ে ছিলেন এই নারী




Leave a Reply

Back to top button