CDS Bipin Rawat : সেনা দিবসে বিষণ্ণতার ছায়া, প্রকাশ পেল রাওয়াত মৃত্যু রহস্য

বছরের শেষে দেশ জুড়ে দেখা গিয়েছিল খানিকটা দুঃখের ছায়া। ডিসেম্বর ৮ সংবাদমাধ্যম মাধ্যমে দেশবাসীর কাছে খবর এলো দক্ষিণের রাজ্যে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনার গুরুত্ব দ্বিগুণ হল যখন দেশবাসী কানে এলো দুর্ঘটনার কবলে পড়া কপ্টারটি একটি সামরিক কপ্টার এবং তাঁর মধ্যে ছিলেন দেশের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat ) ও তাঁর স্ত্রী- সহ আরও কিছু স্টাফ।
তামিলনাডুর কোয়েম্বাটরের ভারতীয় বায়ুসেনার(Indian Air Force) ঘাঁটি থেকে ওয়েলিংটন ক্যান্টনমেন্টে যাওয়ার পথেই এই রকম মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় সেনা ও বাসিন্দাদের উদ্যোগে শুরু হয় উদ্ধারকার্য। সময় মতো সেখানে পৌঁছে যায় সেনার আরও কিছু উচ্চপদস্থ কর্মী। তৎকালীন সময়ে এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানায়, ‘বিকট একটা শব্দ হল। যেন মনে হল কোনও ট্রান্সফর্মার ফেটে পড়েছে। ঘর থেকে বেরিয়ে দেখিয়ে গাছপালায় আগুন জ্বলছে আর সেখানেই ভেঙে পড়ে রয়েছে হেলিকপ্টারটি। দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখলাম দু’একজন কপ্টার থেকে বেরিয়ে আসছে। সবাই একেবারে পুড়ে গিয়েছে। আশেপাশের স্থানীয় বাসিন্দাদের ডাকাডাকি করলাম দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করার জন্য।’
দুর্ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়েন জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat ) । ঘটনাস্থলেই মৃত্যু হয় কিছু স্টাফের। অবশেষে, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। গোটা দুর্ঘটনা নিয়ে দেশ জুড়ে ওঠে একাধিক প্রশ্ন। একটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি সামরিক হেলিকপ্টার(helicopter) কীভাবে এই রকম মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে প্রশ্ন তোলে দেশবাসী।
আরও পড়ুন……….CDS Bipin Rawat: ভারতের বক্ষ জুড়ে স্বর্ণাক্ষরে থাকবে তাঁর নাম, ফিরে দেখা সেই প্রতিটি বিজয়ী মুহূর্ত
অবশেষে মিলেছে সেই একাধিক প্রশ্নের উত্তর। তদন্তকারী দলের মাধ্যমে উঠে এসেছে সেই দুর্ঘটনার পশ্চাৎ-এ থাকা তথ্য। তদন্তকারী দল সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার হটাৎ পরিবর্তনের কারণে সেই দুর্ঘটনা ঘটে। তৎকালীন সময়ে সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়। সেই সামরিক হেলিকপ্টারটি হটাৎই ঘন মেঘ ও কুয়াশা মধ্যে ঢুকে যায়। তার কিছুক্ষণের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। আর তাঁর জেরেই মৃত্যু হয় দেশের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী- সহ সেনা স্টাফের।