Chandrayaan 3 Moon Landing LIVE Online Updates: আজ চাঁদে পা দেবে ভারতের ‘বিক্রম’, ইতিহাসের অপেক্ষায় ভারত
চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ আপডেট: বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত ১৫ থেকে ২০ মিনিট মিশনের সাফল্য নির্ধারণ করবে যখন রোভার প্রজ্ঞানের সাথে চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডারটি নরম অবতরণ করবে।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন ১৪০ কোটি ভারতীয়। সন্ধেয় চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। চাঁদের দক্ষিণ মেরুতে, বন্ধুর, খানাখন্দে ভরা মাটিতেই অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদের মাটি ছোঁওয়ার পর তা থেকে আলাদা হয়ে যাবে রোভার ‘প্রজ্ঞান’। সেই মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হবে দেশবাসীর জন্য। (Chandrayaan 3 Landing) ISRO সরাসরি সম্প্রচার করবে ওই বিশেষ মুহূর্তের। চোখ রাখুন —
ISRO জানিয়েছে, বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩। (Chandrayaan 3 Landing Live Streaming)
ISRO জানিয়েছে, গোটা বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)