Punjab Election 2022 : জনগণের জন্য কাজ করছেন কে, পাঞ্জাবে মুখোমুখি চান্নি – মান

তন্ময় রায় ও অহেলিকা দও, কলকাতা: ‘ছি! লোকটা মদ খায়’; -‘এখানে সবাই তাই, আর তাছাড়া নিজে মা’কে সাক্ষী রেখে বলছিলেন মদ খাবেন না’। -“আরে ধুর এসব কথা রাখ, এখন যে চেয়ারে বসে আছে তারও ত কেচ্ছা কম না। ওই যে মহিলাকে ব্যক্তিগত ম্যাসেজ আর তার উপর ঘুষের কেচ্ছা”। পাঞ্জাবের ( Punjab ) চায়ের দোকান থেকে গুরুদুয়ার সব জায়গাতেই একই আলোচনা। কারণ আম আদমি পার্টি তাদের মুখ্যমন্ত্রীর চেহারা ( aam aadmi party CM face ) লঞ্চ করেছে। আর পাঞ্জাবের ( Punjab Election 2022) অলিগলিতে বর্তমান মুখ্যমন্ত্রী চিরঞ্জিত সিং চান্নি ( Charanjit Singh Channi ) আর আপ থেকে মুখ্যমন্ত্রীর চেহারা ভগবন্ত মানকে ( Charanjit Singh Channi VS Bhagwant Mann) নিয়ে চর্চা এখন তুঙ্গে।
Punjab Election 2022 – কে এই চান্নি-মান?
পাঞ্জাব নির্বাচনে ( Punjab Election 2022) আম আদমি পার্টির (এএপি) মুখ্যমন্ত্রী প্রার্থী ভগবন্ত মান, সাংরুর লোকসভা আসন থেকে দুইবারের সাংসদ এবং সংসদে দলের মুখ। এছাড়াও পাঞ্জাবের একজন পরিচিত চলচ্চিত্র এবং টিভি ব্যক্তিত্ব ভগবন্ত মান। ডিজিটাল এবং ভিডিও যুগের আগে অসংখ্য বিনোদন ক্যাসেটও রিলিজ করেছেন তিনি। ২০১১ সালে পিপলস পার্টি অফ পাঞ্জাবের (পিপিপি) হাত ধরে তিনি প্রথম রাজনীতিতে আসেন। এছাড়াও ২০১২ সালে তিনি লেহরা থেকে বিধানসভা নির্বাচনে ব্যর্থ হয়েছিলেন। মান ২০১৪ সালে এএপিতে (AAP) যোগ দিয়েছিলেন এবং সাঙ্গরুর আসন থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৭ সালের রাজ্য নির্বাচনে অকালি দলের সুখবীর সিং বাদলের কাছে হেরেছিলেন কিন্তু ২০১৯ সালের সাধারণ নির্বাচনে সাংরুর আসনটি ধরে রেখেছিলেন ( Charanjit Singh Channi VS Bhagwant Mann) ।
আর অন্যদিকে পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী দলিত শিখ নেতা চিরঞ্জিত সিং চান্নি। ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ৫৪ বছরে তিনিই হলেন প্রথম দলিত মূখ্যমন্ত্রী। তাঁর বয়স ৪৭ বছর। পঞ্জাব সরকারের কারিগরি শিক্ষা ও শিল্প প্রশিক্ষণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। সেখান থেকেই তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে জায়গা করে নিয়েছেন। তিনি নির্বাচিত হয়েছিলেন পঞ্জাবের চামকৌর সাহেব বিধানসভা কেন্দ্র থেকে। ২০০৭ সালে তিনি প্রথমবার পঞ্জাব বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন-https://thebengalichronicle.com/history-of-bangladesh-riot/
Punjab Election 2022: শপথে মুখ্যমন্ত্রী
ভগবন্ত মান শরীর ও মন দিয়ে পাঞ্জাবের সমস্ত কাজ করতে চান বলে দাবি করেছেন দিল্লির উপমন্ত্রী মণিশ সিসোদিয়া।এবং অরবিন্দ কেজরিওয়াল জানান মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম বেছে নেওয়ার দায়িত্ব জনতার। তাই একটি নির্দিষ্ট ফোন নম্বর দেওয়া হয় সকলকে এবং বলা হয় এই ফোন নম্বরের সাহায্যে জানাতে হবে কাকে তারা মুখ্যমন্ত্রী পদে ( Punjab Election 2022) বসাতে চান তারা অবশেষে ৯৮.৩ শতাংশ ভোটে জয়ী হয়েছেন ভগবন্ত মান। আর তারপরই ঘোষণা।
অন্যদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পর চরণজিৎ সিং চান্নিকে জনতা বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী পদে। অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন নেতারা পাঞ্জাবের নেতৃত্ব পরিবর্তনের করার জন্য রীতিমতো কংগ্রেস হাইকমান্ডের উপর চাপ দিচ্ছিলেন তাঁদের মধ্যে চরণজিৎ সিং চান্নিও ছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সুখজিন্দর সিং রানধাওয়া এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করলেন চিরঞ্জিত সিং চান্নি।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/this-lady-creates-world-record-for-her-height/
যদিও শেষ কথা জনতাই বলে। কিন্তু যদি এই বিধানসভা ভোটের ( Punjab Election 2022) আগমনকালে পঞ্জাবের দিকে তাকানো হয়, তবে দেখা যাবে কেন্দ্রের শক্তি বিজেপি ( BJP) এখানে দুর্বল। তার প্রধান কারণ কৃষক আন্দোলন। আবার অন্যদিকে তাদের দীর্ঘদিনের সহযোগী ‘অখালী দল’ এর সাথে তাদের ঘোড় বিরোধ। তাই বন্ধনও হয়নি। এবার থাকল পাঞ্জাবের শক্তিশালী দল ‘কংগ্রেস’। কংগ্রেসের মুখোমুখি এখন দাঁড়িয়ে কেজরিবালের দল আপ ( AAP)। তাই চান্নি আর মানই এখন চর্চায় ( Charanjit Singh Channi VS Bhagwant Mann)। তবে শেষ কথা এবারও আম জনতাই বলবে।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/afganistan-news-of-5-beautiful-tourist-places/