ইন্ডিয়া জোট জিতলে কে হবেন প্রধানমন্ত্রী? কংগ্রেস নেতার বক্তব্যে শোরগোল
তাঁর ইঙ্গিত যে রাহুল গান্ধীর দিকে, বুঝতে অসুবিধা হয় না।

মোদী সরকারের বিরুদ্ধে কোমর বাঁধছে ইন্ডিয়া জোট। কর্মসূচী ঠিক করতে দুটো বৈঠকও হয়েছে। কিন্তু যে প্রশ্নে এসে ইন্ডিয়া জোট ধাক্কা খাচ্ছে, তা হল, মুখ। মোদীর বিরুদ্ধে জোটের মুখ কে? চব্বিশের লোকসভা নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে? এবার এই নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি।
কংগ্রেস নেতার বক্তব্য, যে দলের কাছে সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ থাকবে, সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন। তাঁর ইঙ্গিত যে রাহুল গান্ধীর দিকে, বুঝতে অসুবিধা হয় না। কারণ ইন্ডিয়া জোটে বিরোধীদের মধ্যে একমাত্র সর্বভারতীয় দল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হোক কিংবা অখিলেশের সমাজবাদী পার্টি – সবই আঞ্চলিক দল।
এখন যদি চব্বিশের ভোটে ইন্ডিয়া জোট বিজেপিকে হারিয়ে দেবে, এটা ধরে নেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই কংগ্রেসের আসন বেশি হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধীই। অবশ্য এই ধরে নেওয়ার আগে আসন সমঝোতার পালাও আছে। কে কোন রাজ্যে কত আসনে লড়বে, সেটা ভোটের আগে ঠিক হবে।
প্রমোদ তিওয়ারি বলছেন, ‘চব্বিশের আগে অধিকাংশ ছোট দল এক ছাতার তলায় এসেছে। আগামী দিনে আরও অনেক বড় দল ইন্ডিয়া জোটে যোগ দেবে। যে দলের কাছে সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ থাকবে, সেই দল থেকেই প্রধানমন্ত্রী বেছে নেবে ইন্ডিয়া জোট। এতদিন সিবিআই-ইডি দেখিয়ে দল ভাঙানোর খেলা চলছিল। এখন জোটের উপর ভরসা, বিশ্বাস বাড়ছে’।
বিজেপিকেও একহাত নেন প্রমোদ তিওয়ারি। লোকসভা ভোটে জয় নিয়েও আত্মবিশ্বাসী তিনি। কংগ্রেসের বর্ষীয়ান নেতা বলেন, ‘আগামী লোকসভা নির্বাচনেই বিজেপির মিথ্যার পর্দাফাঁস হবে। সরকার গড়বে ইন্ডিয়া জোট। এর মধ্যে যে দলের সাংসদ সংখ্যা বেশি হবে, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন’।