সদস্য পদে কি তবে কোপ! মহুয়ার রিপোর্ট পেশ আজ
এথিক্স কমিটির রিপোর্টের উপর আলোচনা দাবি

সোমবার শীতকালীন অধিবেশন হতে চলেছে সংসদে। এখানেই সর্বপ্রথম মহুয়া মৈত্রের (Mahua Moitra) ইস্যু তুলে ধরতে চাইছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে জড়িত ক্যাশ-ফর-কোয়েরি (cash-for-query) ইস্যু নিয়ে আলোচনা হবে এই অধিবেশনের প্রথম কিছু সময়ে। লোকসভার এথিক্স কমিটি (ethics committee) অভিযোগের তদন্ত করেছিল। সেই রিপোর্ট পেশ করতে বলা হবে অধিবেশনে। এই সেশন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকার সর্বদলীয় একটি বৈঠকের আয়োজন করে শনিবার। ৪ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ১৫টি বৈঠক হবে।
এদিকে, কংগ্রেসের দাবি, তারা শীতকালীন অধিবেশনের প্রথম দিনটি দেশের মূল বিষয়গুলি তুলে ধরার জন্য ব্যবহার করবে। এছাড়াও মহুয়া মৈত্রের উপর এথিক্স কমিটির রিপোর্টের উপর আলোচনার দাবি করবে। কংগ্রেস সদস্য প্রমোদ তেওয়ারি পিটিআই-কে বলেন, ‘কংগ্রেস সংসদ সদস্যদের অধিকার কেড়ে নিতে বিশ্বাস করে না। কংগ্রেস বিশ্বাস করে যে জনগণের দ্বারা নির্বাচিতদের সদস্যপদ কোনও কমিটির দ্বারা কেড়ে নেওয়া উচিত নয়। এই বিষয়ে আলোচনা হওয়া উচিত।’
তৃণমূল কংগ্রেস নেতারা বিশ্বাস করেন যে এথিক্স কমিটির রিপোর্ট ইতিমধ্যেই ‘মিডিয়ার কাছে ফাঁস’ হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের একজন সদস্যকে ‘বহিষ্কৃত করা হতে চলেছে’। এই ইঙ্গিত কিছুটা মহুয়া মৈত্রের দিকেই রয়েছে। মহুয়া মৈত্রের (Mahua Moitra) লোকসভা থেকে সম্ভাব্য বহিষ্কারের ইঙ্গিত দিচ্ছে এই কথা৷ নভেম্বরের শুরুতে, বিরোধী দলের নেতারা মহুয়া মৈত্রের সঙ্গে দাঁড়িয়ে প্যানেলের সভা থেকে ‘ওয়াক আউট’ করেছিলেন, অভিযোগ করেছিলেন যে চেয়ারপার্সন ‘অনৈতিক’ এবং ‘নোংরা’ প্রশ্ন জিজ্ঞাসা করছেন।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একটি চিঠির ভিত্তিতে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন। সঙ্গে সঙ্গে’ক্যাশ ফর কোয়েরি’ কেস সংক্রান্ত বিতর্ক ছড়িয়ে পড়ে। সেই চিঠি এবং অভিযোগগুলি মহুয়া মৈত্রের প্রাক্তন সঙ্গী ও অ্যাডভোকেট জয় দেহদ্রায়ের করা অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল। হিরানন্দানি এবং দেহদ্রাই উভয়েই লোকসভার এথিক্স কমিটির সামনে এই বার্তা রেখেছিলেন।