Coronavirus Update in India : ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমন, দেশে করোনার রিপোর্ট বাড়ল দ্বিগুণ

দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ রোগীর সংখ্যা( Coronavirus Update in India )সারা দেশ জুড়ে। সাথে করোনা এবং ওমিক্রণ- এর স্ট্রেন দিন যত এগোচ্ছে আরও শক্তিশালী হচ্ছে। দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত।( Active Cases in India ) সেই সংখ্যা প্রতিদিনই তিনগুণ হচ্ছে। যার ফলে উদ্বেগে রয়েছেন সবাই। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। এখন আবার শোনা যাচ্ছে বুস্টার ডোজ আসবে বাজারে। তবু চিন্তায় দিন কাটাচ্ছেন দেশবাসি। কারণ যাদের ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) হয়ে গেছে তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।
দেশে Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৪১হাজার ৯৭৬জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৩১২,৪৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৬৯৬,৬৪৫ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪,৪০৫ জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ১লক্ষ ৯৪হাজার ৭২০ জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৮৫ জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৪ হাজার ৪৪০ জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৮ শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩৪,৬৯৬ ,৬৪৫ জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ১লক্ষ ১৩১হাজার ১০১জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update
ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৯৯৩১২। এদিন ৬৫৬৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৬৬০৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০১৬ জন। তারপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১১৪৯০৩। এদিন আক্রান্ত হয়েছেন ১৮১৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৩৫ জন বেড়ে হয়েছে ১১২৩৮৫। হুগলিতে ১৩০৫ জন বেড়ে আক্রান্ত ৯৭০৫৬ জন।
রাজ্যে Coronavirus Update
ইতিমধ্যে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ১৭হাজার ৫৮৫জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষেরও বেশি। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ১৯ হাজার। সুস্থতার সংখ্যা প্রায় ১৭ লক্ষ।