Coronavirus Update in India : সংক্রমনের গ্রাফ উর্দ্ধমুখী হলেও ২৪ঘণ্টায় কমল মৃত্যু হার

দেশে সহ রাজ্যে বাড়ছে প্রতিদিনই করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা( Coronavirus Update in India )। সারা দেশ জুড়ে মৃত্যুর হাহাকার ছড়িয়ে আছে প্রতিদিন। সাথে করোনা এবং ওমিক্রণ- এর স্ট্রেন দিন যত এগোচ্ছে আরও শক্তিশালী হচ্ছে। করোনা র বিনাশ কবে ঘটবে কেউ জানেনা।( Active Cases in India ) মহামারীর এই রূপে প্রতিদিন মৃত্যু হচ্ছে বিশ্বতে কয়েক হাজার প্রাণের। সংক্রমণের সংখ্যা প্রতিদিনই তিনগুণ হচ্ছে। যার ফলে উদ্বেগে রয়েছেন সবাই। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। এখন আবার শোনা যাচ্ছে বুস্টার ডোজ আসবে বাজারে। তবু চিন্তায় দিন কাটাচ্ছেন দেশবাসি। কারণ যাদের ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) হয়ে গেছে তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।

দেশে Coronavirus Update

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৫৩হাজার ৪৯৬জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৫৭১,৪২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৮০৬,২৬৭ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০,৯১৬ জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২লক্ষ ৫৩হাজার ৪৯৬জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৮ জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৫ হাজার ০৪৩ জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৭ শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩৪,৮০৬ ,২৭৭জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৩শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ১লক্ষ ২৮০হাজার ১০৩জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update

ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় দৈনিক সংক্রমণের হার ৪৪ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। কলকাতা-সহ যে ১০ জেলায় সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি, তার মধ্যে রয়েছে— বাঁকুড়া (৩০.৪০%), বীরভূম (৩৯.৪৩%), দার্জিলিং (৩৮.৪৪%), হুগলি (৩৪.৩০%), হাওড়া (৪২.৪০%), মালদহ (৩৭.৯২%), উত্তর ২৪ পরগনা (৩৭.৯৮%), পশ্চিম বর্ধমান (৩৬.৫৪%), পূর্ব বর্ধমান (৩০.৬৫%)। রাজ্যে দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে হল ৩২.১৩ শতাংশ।

Coronavirus Update in India
Corona Test

রাজ্যে Coronavirus Update

রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৪১ হাজার ৫২ জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষেরও বেশি। বিগত ২ বছরে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছেন ১৯ হাজার ৯৮৫ জনের। এই সময়কালের মধ্যেই মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৮৯ হাজার ৫১৪ জন।

আরও পড়ুন : Petrol and Diesel price : আপনার শহরে কত বাড়ল পেট্রোল-ডিজেলের দাম জেনে নিন এক নজরে




Leave a Reply

Back to top button