Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ উর্দ্ধমুখী, যদিও গত ২৪ঘণ্টায় কমল মৃত্যুহার

দেশে একসাথে করোনা এবং ওমিক্রনের থাবা পড়েছে মারাত্মক ভাবেই( Coronavirus Update in India )। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) সংখ্যা প্রতিদিন প্রতিনিয়তই। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।

Coronavirus Update in India
Coronavirus Update in India

দেশে Coronavirus Update

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৬৮হাজার ৯৯জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭,১১৯,৪৯৬১জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫,৭৬,২৫৬ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,২৮,৮৬৬ জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২লক্ষ ৬৮হাজার ৯৯৯জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৩১৪জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৬হাজার ৯৪জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৭শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩৫লক্ষ ৭৬হাজার ২৫৬জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৩শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ১৫লক্ষ ৫৭হাজার ৬১১জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update

ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ৪৮৩১। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৩৪৯৬। এরপর রয়েছে দক্ষিণ ২৪পরগনা, হাওড়া, হুগলি। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৮২ জন।

রাজ্যে Coronavirus Update

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update )সংখ্যা ১৮ লক্ষ ৮২ হাজার ৭৬১ জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা দেড় লক্ষেরও অধিক। বিগত ২ বছরে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছেন ২০ হাজার ৫২ জনের। এই সময়কালের মধ্যেই মোট সুস্থ হয়েছেন ১৭ লক্ষ ০৭ হাজার ৩৩৩ জন।গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৬৪ হাজার ৫৫২টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ১৯ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ২৯.৫২ শতাংশ।

আরও পড়ুন : Petrol and diesel price : আবারও কি বাড়লো পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন এক নজরে




Leave a Reply

Back to top button