Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ নিম্নমুখীর সাথেই কমলো মৃত্যুহার, খানিক স্বস্তিতে রাজ্যবাসী

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) সংখ্যা প্রতিদিন প্রতিনিয়তই। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।
দেশে Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ২২হাজার ৫৭৯জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৭৬,০২,৮৩২জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৫৩,৭৮,৮৭২জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৪১,৪১১জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২,৭১,২০২জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৩০২জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৬হাজার ৪৮৪জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৬শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৫৩,৭৮,৮৭২জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৪শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২লক্ষ ২২হাজার ৫৭৯জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update
ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। ১,৮৭৯ জন কলকাতায় আক্রান্ত হয়েছেন(Kolkata)। অর্থাত্ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১,৮৬৩ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর প্রায় দ্বিগুণ।
রাজ্যে Coronavirus Update
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update )সংখ্যা ৯,৩৮৫জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১,৬৮২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার ১২১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩জনের। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষেরও বেশি।সুস্থ্তার হার ৯০.৬৩%। এবং মৃত্যু হার ১.০৬%।
আরও পড়ুন : Assam CM Himanta Biswa Sarma : পুলিশকে ধমকে ভাইরাল অসমের মুখ্যমন্ত্রী, হিমন্তর হিরোগিরিতে জোর চর্চা