Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখীর সাথেই উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহার

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) সংখ্যা প্রতিদিন প্রতিনিয়তই। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।

Coronavirus Update in India
Coronavirus Update in India

দেশে Coronavirus Update

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৮২হাজার ৯৭০জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৭৯,০১,২৪১জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৫৫,৮৩,৩৯জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৮৮,১৫৭জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ১৮,৩০,৯৭৬জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৪২জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮ হাজার ৪৮৪জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৫শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৫৫,৮৩,৩৯জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৫শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২লক্ষ ৮২হাজার ৯৭০জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update

ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় গতকাল ২ হাজারের নিচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন ফের বাড়ল তা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১,৭৬১ জন।

রাজ্যে Coronavirus Update

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update )সংখ্যা ১০,৪৩০জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২,৯১২জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার ১৫৫জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪জনের। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষেরও বেশি।সুস্থ্তার হার ৯০.৮৩%। এবং মৃত্যু হার ১.০৫%।

আরও পড়ুন : Shukto Recipe : অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদ এখন বাড়িতেই! রইল দুর্দান্ত স্বাদের শুক্তো তৈরির রেসিপি




Leave a Reply

Back to top button