Coronavirus Update in India : দেশে সংক্রমণ লক্ষ পার, ভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে বাড়ছে প্রশ্ন

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। আজ দেশে তিন লক্ষ পার করল করোনা। প্রতিদিন ভ্যাক্সিনের ডোজের পরিমাণ বাড়ানো সত্ত্বেও কেন সংক্রমণ বাড়ছে এই নিয়ে প্রশ্ন আসছে উপর মহল থেকেও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) পরিমাণও। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।

দেশে Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )৩লক্ষ ১৭হাজার ৫৩২জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৮২,১৮,৭৭৩জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৫৮,৬০,২৯জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২৩,৯৯০জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ১৯,২৪,০২৫জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৯৩জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৭হাজার ৭১৯জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৭শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৫৫,৮৩,৩৯জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৬শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ১৯,২৪,০২৫জন।
ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update
ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,১৫৪ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) আক্রান্ত ১,৭৯৮জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮৮ জন। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৬৮১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,২৮, ৯৬১।
রাজ্যে Coronavirus Update
রাজ্যে জুড়ে মোট করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা ১৯ লক্ষ ২৮ হাজার ৯৬১ জন। এই সময়কালের মধ্যে রাজ্যের করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন ১৭ লক্ষ ৫৭ হাজার ৬৬ জন। মৃত্যু হয়েছে মোট ২০ হাজার জন রোগীর। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৬৭ হাজার ৪০৪টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ১১ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ১৬.৯৮ শতাংশ।
আরও পড়ুন : Bata Macher Jhal Recipe : দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য বাটা মাছের ঝাল ঝোল, রইল রেসিপি