Coronavirus Update in India : দেশে সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখীর সাথেই বাড়ল মৃত্যুহার

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। আজ দেশে তিন লক্ষ পার করল করোনা। প্রতিদিন ভ্যাক্সিনের ডোজের পরিমাণ বাড়ানো সত্ত্বেও কেন সংক্রমণ বাড়ছে এই নিয়ে প্রশ্ন আসছে উপর মহল থেকেও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) পরিমাণও। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।

Coronavirus Update in India

দেশে Coronavirus Update

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )৩লক্ষ ৪৭হাজার ২৫৪জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৮৫,৬৬,২৭জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,০৬,৫৮,৮০৬জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৫১,৭৭৭জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ৩,৪৭,২৫৪জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৭০৩জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৮হাজার ৪২২জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৪শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৬৫,৮৮,০৬জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৫শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২,১৮,৭৯৯জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update

ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৭৫৯ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) আক্রান্ত ১,৭৪৭জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮৮ জন। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৬৮১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৯, ৯২০জন।

রাজ্যে Coronavirus Update

স্বাস্থ্যমন্ত্রকের আজকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৫৯ জন। সাথে ৩৭ জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।এদিন রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যা ১৭ হাজার ৮১৫। উল্লেখ্য, এতদিনে রাজ্যে জুড়ে মোট করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা ১৯ লক্ষ ৩৯ হাজার ৯২০ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৬৭ হাজার ৩৬৭টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ১১ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ১৬.২৭ শতাংশ।

আরও পড়ুন : Coronavirus Update : অব্যাহত করোনার প্রকোপ, ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত দশ হাজারের বেশি, রইল সম্পূর্ণ আপডেট




Leave a Reply

Back to top button