Coronavirus Update in India : সংক্রমণের গ্রাফ আবারও উর্দ্ধমুখী, বাড়ছে মৃত্যুও

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। আজ দেশে তিন লক্ষ পার করল করোনা। প্রতিদিন ভ্যাক্সিনের ডোজের পরিমাণ বাড়ানো সত্ত্বেও কেন সংক্রমণ বাড়ছে এই নিয়ে প্রশ্ন আসছে উপর মহল থেকেও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) পরিমাণও। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।
দেশে Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )৩লক্ষ ০৬হাজার ০৬৪জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৫,৪৩,৩২৮জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৬৮,০৪,১৪৫জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৪৩,৪৯৫জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ৩,০৬,৬৪জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৭৪জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৯হাজার ৮৯৬জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩১শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৬৮,০৪,১৪৫জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২২,৪৯,২৮৭জন।
ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update
ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৯৬০জন জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৪৮৪ জন। চতুর্থ স্থানে দার্জিলিং। সেখানে একদিনে সংক্রমিত ৪৩৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৬৫, ২৪৫।
রাজ্যে Coronavirus Update
স্বাস্থ্যমন্ত্রকের আজকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৯৮০ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। পজিটিভিটি রেট ৯.৫৩ শতাংশ। মৃত্য হয়েছে ৩৬ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। যা স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে রাজ্যবাসিকে
আরও পড়ুন : Republic Day 2022 : সংবিধান রচনায় বসেছিল শত শত অধিবেশন, ফিরে দেখা প্রজাতন্ত্র দিবসের ইতিহাস