Coronavirus Update in India : দেশে সংক্রমণের গ্রাফ খানিক নিম্নমুখী, স্বস্তিতে দেশবাসী

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। যদিও আজ দেশে খানিকটা কমলো সংক্রমণ। তিন লক্ষ থেকে দুই লক্ষে নামলো করোনা গ্রাফ( Coronavirus Update in India )। যদিও প্রতিদিন ভ্যাক্সিনের ডোজের পরিমাণ বাড়ানো সত্ত্বেও কেন সংক্রমণ বাড়ছে এই নিয়ে প্রশ্ন আসছে উপর মহল থেকেও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) পরিমাণও। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।
দেশে Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৫১হাজার ২০৯জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,০৬,২২,৭০৯জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৮০,২৪,৭৭১জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৪৭,৪৪৩জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২,৫১,২০৯জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৬২৭জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৯২হাজার ৩৫৬জন। অর্থাৎ মৃত্যু হার ১.২৮শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৮০,২৪,৭৭১জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৭২শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২১,০৫,৪৪২জন।
ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update
ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus) কবলে পড়েছেন ৪,৪৯৪ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ৫৯১ জন। এদিনও সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৫৮৩ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৪২৩ জন। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ১৪৪ ও ২০৯ জন। তবে দার্জিলিংয়ে আবারও বেড়েছে সংক্রমণ। সে জেলায় একদিনে সংক্রমিত ৩২২ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৭৪ হাজার ২৮৫ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট কমে হল ৭.১২ শতাংশ
রাজ্যে Coronavirus Update
এখনও পর্যন্ত রাজ্যে ২০ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। যার মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে ১৪ জনের। কলকাতায় প্রাণ হারিয়েছেন ৮ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১৫,২১৬ জন। এ নিয়ে মোট ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ। বর্তমানে করোনায় চিকিত্সাধীন ৫৫ হাজার ৭২৫ জন