Coronavirus Update in India : উর্ধ্বমুখী দৈনিক করোনার গ্রাফ, দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমন

দেশে করোনা এবং ওমিক্রনের থাবা পড়েছে মারাত্মক ভাবেই( Coronavirus Update in India )। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) সংখ্যা প্রতিনিয়তই। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।
দেশে Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )১লক্ষ ৮৫হাজার ১১২জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৬০,৯০২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৬১৫,৩০৮ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯,৯৫৯জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ১লক্ষ ৬৭হাজার ৩৪৮ জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ১৪৬জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৪ হাজার ৩৫৯ জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৮ শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩৪,৬১৫,৩৬০ জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ৯লক্ষ ৬১হাজার ২৩৫জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update
ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ৭০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। সাথে কোচবিহারে ৬৬ জন আক্রান্ত, দার্জিলিংয়ে ২২৬ জন আক্রান্ত, কালিম্পংয়ে ২০ জন আক্রান্ত, জলপাইগুড়িতে ১৩৪ জন আক্রান্ত, উত্তর দিনাজপুরে ১৮১ জন আক্রান্ত এবং দক্ষিণ দিনাজপুরে ১২৮ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ঘণ্টায়। এছাড়া মালদহে ৫৪৪ জন, মুর্শিদাবাদে ৪৪৫ জন, নদিয়ায় ৩৮৫ জন, বীরভূমে ৬৮২ জন, পুরুলিয়ায় ২০৯ জন, বাঁকুড়ায় ২৫৬ জন, ঝাড়গ্রামে ১৫২ জন, পশ্চিম মেদিনীপুরে ৫১৪ জন, পূর্ব মেদিনীপুরে ২১৯ জন, পূর্ব বর্ধমানে ৬২২ জন, পশ্চিম বর্ধমানে ১১০৯ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়
রাজ্যে Coronavirus Update
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২১হাজার ৯৮জন। এবং মৃত্যু হয়েছে গত ২৪ঘণ্টায় ১৯জনের। এখনও অবধি রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭লক্ষ ৯৫হাজার মানুষ। এবং এখনও অব্ধি রাজ্যে মোট মৃত রোগীর সংখ্যা ১লক্ষ ২হাজার ২০৬জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১লক্ষ ২হাজার ২৩৬জন। সবমিলিয়ে মোট সুস্থতার হার ৯৩.২০ শতাংশ। এবং মৃত্যুহার ১.১১ শতাংশ
আরও পড়ুন: Covid-19 Booster Dose : বুস্টার ডোজে বাড়ছে গতি, কারা পাবেন অগ্রাধিকার, কী বলছে কেন্দ্র