Covid-19 Booster Dose : বুস্টার ডোজে বাড়ছে গতি, কারা পাবেন অগ্রাধিকার, কী বলছে কেন্দ্র

করোনায় কাঁপছে গোটা ভারত (Coronavirus Infection in India)। নিস্তার নেই বাংলারও। এদিকে কারা বুস্টার ডোজ ( Covid-19 Booster Dose ) পাবে আর কারা পাবেনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে র্তমানে প্রত্যহই বাংলায় ঝড়ে গতিতে গতিতে বেড়ে চলেছে সংক্রমণের পারা। এমনকী রাজ্য করোনা বুলেটিনে (West Bengal Corona Bulletin today) দেখা যাচ্ছে বাংলায় প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজারের কাছাকাছি মানুষ করোনার কবলে পড়ছেন(nearly 20 thousand people in WB affected by corona everyday)। একইসাথে, উদ্বেগ বাড়াচ্ছে ‘ভেরিয়েন্ট অফ কনসার্ন’ ওমিক্রন(‘Variant of Concern’ Omicron)। দুইয়ে মিলে কার্যত শিয়রে সংক্রান্তি বঙ্গবাসীর। এদিকে দেশব্যাপী চলছে আংশিক লকডাউন(partial Lockdown) তারমধ্যেই করোনার বুস্টার ডোজ(booster dose of corona vaccine) নিয়ে বরং ঘোষণা করে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তা নিয়েই নতুন করে তোড়জোড় শুরু হয়েছে স্বাস্থ্য মহলের(Health Department) অন্দরে।তবে কেন্দ্র কর্তৃক পাওয়া খবর অনুযায়ী এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দেশের প্রথমসারির করোনা যোদ্ধাদেরই। তালিকায় শীর্ষে রয়েছেন স্বাস্থ্য কর্মীরা।
Covid-19 Booster Dose -র খতিয়ান
শুরুতেই সকলের মনে প্রশ্ন জাগে প্রথমসারির করোনা যোদ্ধাদের তালিকায় রয়েছেন কারা কারা। এদিকে সরকারি তথ্য অনুয়ায়ী চলমান টিকাকরণ প্রক্রিয়ায় ৫.৭৫ কোটি মানুষ তৃতীয় ডোজ গ্রহণের জন্য যোগ্য। অন্যদিকে এর মধ্যে আবার ২.৭৫ কোটি মানুষ ৬০ বছরের বা তার বেশি বয়সী বলে জানা যাচ্ছে। এদের মধ্যে ১ কোটি স্বাস্থ্যসেবা কর্মী এবং ২ কোটি ফ্রন্টলাইন কর্মী রয়েছেন। বুস্টার ডোজের ক্ষেত্রে তাদেরকেই সবার আগে দেওয়া হবে অগ্রাধিকার, খবর সরকারি সূত্রে। ইতিমধ্যেই এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা হয়ছে একটি বিবৃতি।

একনজরে Covid-19 Booster Dose
স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতেই স্পষ্ট বলা হচ্ছে এই বুস্টার ডোজ বা সতর্কতামূলক ডোজ গুলির জন্য আলাদা করে আর নাম নথিভুক্ত করার দরকার নেই। যে কোনও ইচ্ছুক ব্যক্তি টিকাকরণের জন্য সরকারি টিকাকরণ কেন্দ্রে গিয়েই যোগাযোগ করতে পারেন। তবে সরকারি বিবৃতিতে এও বলা হচ্ছে সমস্ত প্রাপ্ত বয়ষ্কদের বুস্টার ডোজ দেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এত কিছুর পরেও কাটছে না চিন্তার মেঘ। উদ্বেগ বাড়ছে কোমরবিডিটি রয়েছে এমন রোগীদের নিয়ে। সহজ কথায় ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের মতো অসুস্থতা রয়েছে তাদের জন্য নেওয়া হচ্ছে বিকল্প ভাবনা। সরকারি সূত্রে খবর, তাদের শারীরিক অসুস্থতা বিচার করেই বুস্টার ডোজের বিকল্প কোনও করোনা টিকা দেওয়া হতে পারে।
Covid-19 Booster Dose কবে নেবেন?
তবে কেন্দ্রীয় গাইডলাইন বলছে যার কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছেন তারাই শুধুমাত্র বুস্টার ডোজ নেওয়ার যোগ্য তালিকায় পড়বেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাসের মাথায় দেওয়া হবে এই তৃতীয় টিকা। তবে এই ক্ষেত্রে মিশ্র ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা থাকলেও তা কাটিয়ে দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে বুস্টার ডোজের ক্ষেত্রে কোনোভাবেই ব্যাবহার করা হবে না মিশ্র টিকা। সহজ কথায় ধরা যাক, কোনও ব্যক্তি করোনা টিকার নেওয়ার সময় দুটি কোভিশিল্ডের ডোজ নিয়েছিলেন। তিনি যখন বুস্টার ডোজ নেবেন তাকে পুনরায় কোভিশিল্ডই দেওয়া হবে। কোনোভাবেই তাকে কোভ্যাক্সিন বা অন্য কোনও সংস্থার টিকা দেওয়া হবে না।