crime news : তিলে তিলে খুন, খাবারে রোজ ওষুধ মিশিয়ে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর

প্রত্যুষা সরকার, কলকাতা : প্রত্যেক পরিবারে কমবেশি স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতে দেখা যায়।  তবে কখনো কখনো সেটি ভয়ানক ( crime news )  হয়ে দাঁড়াতে পারে। তেমনি এক পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই স্বামীর সাথে লেগে থাকত স্ত্রীর অশান্তি। একদিন অশান্তির জন্যই রাগের মাথায় স্বামী বলেছিলেন, তাঁর সমস্ত সম্পত্তি তিনি তাঁর ভাই এবং অন্যান্য সদস্যদের দিয়ে যাবেন। এই কথাতেই সৃষ্টি হয় নতুন বিপত্তি। স্বামীর খাবারে নিয়মিত ওষুধ মিশিয়ে মেরে ( crime news ) ফেলার চক্রান্ত করেন স্ত্রী।

crime news : কোথায় ঘটনাটি ঘটেছে

ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়ম জেলার পালা শহরে। রোজি স্বামীর খাবারে   ওষুধ মেশাতেন ( crime news ) স্ত্রী। গঠনটি বুঝতে পেরে স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান তাঁর স্বামী। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করেছে তাঁর স্ত্রীকে।

crime news : অভিযোগকারী নাম

অভিযোগকারী ওই ব্যক্তির (  crime news ) নাম সতীশ সুরেশ ( ৩৮ ) ও তাঁর স্ত্রীর নাম আশা ( ৩৬ )। ২০০৬ সালে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর সতীশ তার নিজের ব্যবসা নিয়ে লড়াই চালাচ্ছিল। সেখান থেকে যা উপার্যন হতো তাই দিয়ে কোনমতে সংসার চলত তাঁদের। কিন্তু  আইসক্রিমের ব্যবসা শুরু করার পর আস্তে আস্তে তাঁর অবস্থা ভালো হতে থাকে। এরপর ২০১২ সালে  নিজেদের একটি বাড়িও কেনেন তাঁরা। crime news

crime news : পুলিশের কাছে অভিযোগ

সতীশের অভিযোগ অনুযায়ী, তুচ্ছাতিতুচ্ছ কারণে প্রায়ই  স্ত্রী আশার তাঁর সঙ্গে অশান্তি করতেন।  কিছুদিন যেতেই সতীশ তার শারীরিক অসুস্থতা ( crime news ) অনুভব করতে থাকেন। লক্ষ্য করেন খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন তিনি। ক্লান্তির কারণ জানার জন্য চিকিৎসকের পরামর্শে সুগারের ওষুধ খাওয়া শুরু করেন সতীশ। তবুও ওষুধ খেয়েও তার ক্লান্তি কাটছিল না কিছুতেই। এরপর ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকেই বাড়ির খাবার বন্ধ করে দেয় সতীশ। তারপর থেকেই তার ক্লান্তির ভাবও আস্তে আস্তে কাটতে থাকে।  তখনই তাঁর সন্দেহ হয় (crime news )  তাঁর স্ত্রী আশার উপর। তাহলে কি আশাই তার খাবারে কিছু মেশাচ্ছে ( crime news )? তা জানার জন্য সতীশ তার এক বন্ধুর সাহায্য নেন। সব কথা বন্ধুকে জানিয়ে সতীশ তাঁর স্ত্রী সত্যি খাবারে কিছু মেশাচ্ছে  কিনা তা জানার জন্য চেষ্টা করতে বলেন তাঁর বন্ধুকে।

আরও পড়ুন -JNU : মহিলা উপাচার্য, প্রথমবারের প্রয়াস জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েhttps://thebengalichronicle.com/jnu-first-female-vice-chancellor/

আরও পড়ুন -Khardaha : এ যেন ‘ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি’র সিকুয়াল, পৈতে ধারণ করল একরত্তি মেয়েhttps://thebengalichronicle.com/khardaha-girl-upanayana/

crime news : স্ত্রী কে গ্রেফতার

কৌশল করে আশার কাছ থেকে  বিষয়টা জানতে চাইলে আশা জানান , সতীশের খাবারে ও পানীয়তে ওষুধ মেশান ( crime news )তিনি। এরপর ওই বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজে ওষুধ গুলির ছবি ও পাঠান আশা। এই তথ্য জানার পরই পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সতীশ। অভিযোগের ভিত্তিতেই আশাকে গ্রেফতার করেছে পুলিশ।

crime news : পুলিশের কাছে শিকারক্তি

গ্রেফতারের পর সতীশের স্ত্রী আসাকেই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। সে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, একদিন বচসার সময় সতীশ পরিবার ও ভাইকে তার সমস্ত সম্পত্তি দেওয়ার কথা বলেন। সেই আশঙ্কাতেই আশায় এ কাজ ( crime news ) করেছেন। তবে পুলিশ সূত্রে খবর, সত্যিই কি খাবারে ওষুধ মিশিয়ে ধীরে ধীরে সতীশ কে খুন ( crime news ) করার পরিকল্পনা করছিলেন তাঁর স্ত্রী।  নাকি এর পেছনে অন্য কোন ঘটনা লুকিয়ে আছে। সেই বিষয়েই  তদন্ত চালাচ্ছেন তাঁরা।




Leave a Reply

Back to top button