বিপ্লব দূরে রেখে বিতর্কেই ভেসেছেন বিপ্লব দেব, এক নজরে তাঁর বিতর্কিত পাঁচ উক্তি

শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। দীর্ঘ চার বছর দু মাস পাঁচ দিন এই পদে ছিলেন তিনি। তবে আচমকাই ইস্তফার এই সিদ্ধান্তে বিরোধী দলগুলোর কাছে বেশ কটাক্ষ সহ সমালোচনার মুখে পরতে হয়েছে বিপ্লব কে। উল্লেখ্য যদিও তিনি ২০১৮ সালে মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই সমালোচনার শিরোনামেই থাকতেন তাঁর বলা নানারকম ” উক্তির” মাধ্যমে। বিপ্লবের( Biplob Deb ) বলা একটার পর একটা মন্তব্যে চলতো বিতর্ক। যদিও সেই মন্তব্য মেয়াদ হত ক্ষণস্থায়ী। কারণ তিনি আবারও নতুন কোনো বক্তব্য বলে নতুন ভাবে সমালোচনায়( criticism ) জড়াতেন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিপ্লবের মন্ত্রিত্বকালে( Tripura Chief Minister Biplob Deb )তাঁর করা বিশেষ কিছু উক্তি–

biplob deb

নরেন্দ্র মোদীর এক ভাই মুদি ও এক ভাই অটো চালক 

নরেন্দ্র মোদী যে একসময় চা বিক্রি করতেন সে কাহিনী কমবেশি সবাইয়ের জানা। কিন্তু মোদীর যে দুই ভাই ভিন্ন পেশায় যে নিযুক্ত ছিলেন তার তথ্য অজানা ছিল সবাইয়ের। বিপ্লব দেব বলেছিলেন মোদীর এক ভাই মুদি ও আরেক ভাই হলেন অটো চালক। তিনি আরও বলেছিলেন, ‘মোদীজির বৃদ্ধা মা রয়েছেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না। ১০ ফুট বাই ১২ ফুট একটি ঘরে থাকেন। এখনও তাঁর এক ভাই মুদির দোকান চালান। আর এক ভাই অটো চালক। সারা দুনিয়ায় আর এমন একজনও প্রধানমন্ত্রী আছেন?’ তবে সত্য খুঁজতে গিয়ে জানা যায়, মোদীর দুই ভাই এরকম কোনও পেশায় কেউই যুক্ত নন।

 

হাঁস জলে সাঁতার কাটতে কাটতে অক্সিজেন ছাড়ে 

ত্রিপুরায় অনুষ্ঠিত প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিয়ে বিপ্লব একটি মন্তব্য করেছিলেন যে হাঁস জলে সাঁতার কাটলেই অক্সিজেন ছাড়ে। তাই ত্রিপুরার জনগণের উদ্দ্যেশ্যে বিপ্লবের পরামর্শ ছিল, ‘আপনারা হাঁস পুষুন। তাহলে ডিমও পাবেন, তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। আবার পরিবেশে অক্সিজেনের মাত্রাও বাড়বে।’

 

রবীন্দ্রনাথের নোবেল উপাধি ফেরানো 

বিপ্লব দে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ৯ মার্চ, ২০১৮সালে। ঠিক তার দু’মাস পরই এক রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলেন, “জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন।” এই কথা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন তিনি। যদিও পরে তিনি বুঝেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল উপাধি নয়, নাইট উপাধি ফিরিয়েছিলেন।” 

 

বিজেপি দখল করবে নেপাল ও শ্রীলঙ্কা

আগরতলা রবীন্দ্রভবনে ২০২১ সালে গেরুয়া শিবিরের সোশ্যাল মিডিয়া সৈনিকদের সভায় বিপ্লব বলেছিলেন, কমিউনিস্টরা যদি সব দেশে থাকতে পারে তাহলে বিজেপি থাকবেনা কেন? তাই এবার বিজেপি দখল করবে নেপাল এবং শ্রীলঙ্কা। ওই বক্তব্যের পর কাটমাণ্ডুর তরফে কড়া প্রতিক্রিয়া এসেছিল বিদেশমন্ত্রকে।

 

মহাভারতের সময়কাল থেকে ইন্টারনেট ছিল

নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন,প্রথম প্লাস্টিক সার্জারির উদাহরণ হলেন দেবতা গণেশ । কারণ মানুষের দেহে হাতির মাথা, প্লাস্টিক সার্জারি ছাড়া কি কোনোভাবে সম্ভব হয়? সেই মোদীর অনুগামী বিপ্লব দে বলেছিলেন, ‘মহাভারতের সময়ে ইন্টারনেটের প্রচলন ছিল।’ এ ব্যাপারে তিনি যুক্তিও খাড়া করেছিলেন । তিনি বলেছিলেন, ” যদি ইন্টারনেট না-ই থাকত তাহলে যুদ্ধক্ষেত্র থেকে দূরে বসে সঞ্জয় সব খবর পাচ্ছিলেন কী করে? কী করেই বা পরবর্তী কৌশল বলে দিচ্ছিলেন?” এই কথাটি শুনে সবাই হেসেছিল। কিন্তু বিপ্লব দে নিজের বক্তব্যে ছিলেন অনড়। বিপ্লব মুখ খুললেই যেখানে ‘ বিপ্লব’ হয়ে যেত সেখানে তাঁর মুখ্যমন্ত্রীত্ব ইতি হলো মেয়াদ শেষের আগেই। শুধুই রইল তার বিখ্যাত কিছু উক্তি।




Leave a Reply

Back to top button